অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৯ই জুলাই ২০২৫ | ২৫শে আষাঢ় ১৪৩২


অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স ও বাংলাদেশ কোস্টগার্ড একসঙ্গে কাজ করবে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে জুন ২০২৫ রাত ০৮:০৭

remove_red_eye

৩৩

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইলফলক আরও দৃঢ় হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। তিনি বলেন, অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স ও বাংলাদেশ কোস্ট গার্ড একসঙ্গে কাজ করবে।

সোমবার (২৩ জুন) বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তর সফর করেন অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার এবং জয়েন্ট এজেন্সি টাস্ক ফোর্স (জেএটিএফ), অপারেশন সোভেরিন বর্ডারসের (ওএসবি) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার এবং অস্ট্রেলিয়ান দূতাবাসের প্রতিনিধিদল।

বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইলফলক আরও দৃঢ় হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি সামুদ্রিক আইনের যথাযথ প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বিকাশে দুই দেশের যৌথ অংশীদারত্বকে আরও জোরদার করার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার এবং সমুদ্রে সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদান, যৌথ প্রশিক্ষণ ও কৌশলগত সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।

 

অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স ও বাংলাদেশ কোস্টগার্ড একসঙ্গে কাজ করবে

রিয়ার এডমিরাল জিয়াউল হক আরও বলেন, এ লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড এবং অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স পেশাদারত্ব ও অভিন্ন সংকল্পের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।

কোস্টগার্ড মহাপরিচালক জানান, অস্ট্রেলিয়ার সহায়তায় প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও নজরদারি সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বাহিনীর কার্যকারিতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

অস্ট্রেলিয়ান অপারেশন সোভেরিন বর্ডারসের (ওএসবি) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার বলেন, ড্রোন ও প্রযুক্তিগত সহয়তাসহ বিভিন্ন সহয়তা দেওয়া হবে বাংলাদেশ কোস্টগার্ডকে।অনুষ্ঠান শেষে বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের উপস্থিতির জন্য ধন্যবাদ জানানো হয়। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক স্বার্থে গঠিত অংশীদারত্বের ধারাবাহিকতা বজায় রেখে দুই দেশের মৈত্রী দীর্ঘজীবী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বাংলাদেশ কোস্টগার্ড ও অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের প্রতিনিধি।