অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই মে ২০২৫ | ২৩শে বৈশাখ ১৪৩২


বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত ছাড়া বাস্তবায়ন করা হবে না: আসিফ নজরুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই মে ২০২৫ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত ছাড়া বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।  

মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, নারী সংস্কার কমিশনের যে প্রস্তাব সেটা সরকারি সিদ্ধান্ত না। কমিশনের প্রস্তাব নিয়ে কিছু ক্ষেত্রে বিদ্বেষমূলকভাবে মত প্রকাশ করা হয়েছে।  

তিনি বলেন, যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত ছাড়া বাস্তবায়ন করা হবে না। ভিন্নমত জ্ঞাপন করার ক্ষেত্রে সবাই যেন শালীনতার পরিচয় দেয়।