বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৫ই মে ২০২৫ সন্ধ্যা ০৬:৪২
১৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনায় সোমবার দ্বিতীয় দিনের মতো জেলার অভ্যন্তরীণ রুটে বাস ও সিএনজি ধর্মঘট চলছে। এতে জেলার অভ্যান্তরীণ পাঁচটি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্ততিতে পড়েছেন দূর দুরান্ত থেকে আসা যাত্রীরা। এতে করে দুই তিনগুন বেশি ভাড়া দিয়ে বিকল্প যানে পৌছাতে হচ্ছে গন্তব্যে।
স্থানীয়রা জানান, রবিবার (৪ মে) বিকাল ৫ টায় ভোলা চরফ্যাসন সড়কের বাংলা বাজার জয়নগর স্কুল এলাকায় যানজট সৃষ্টি ও যাত্রী উঠানো নিয়ে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। অভিযোগ ওঠে বাস শ্রমিকদের অভিযোগ সিএনজি চালকরা একত্রিত হয়ে জেলার বিভিন্ন স্থানে বাস আটকে রাখে ও ১৬জন বাস শ্রমিককে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা থেকে বাস চলাচল বন্ধ রাখা হয়।
বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান বলেন, একই সঙ্গে পরিকল্পিতভাবে ৫টি স্পটে সিএনজি চালকরা বাস শ্রমিকের গায়ে হাত দিয়েছে। মোট ১৫/১৬ জন বাস শ্রমিক আহত হয়েছে। ৫টি বাস আটকে রেখেছে ও ৩ টি বাস ভাংচুর করেছে। এ কারণে তাঁরা ধর্মঘট ডেকেছে।
সিএনজি চালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, বাস শ্রমিকরা ধর্মঘট ডাকার পরে তাদের যাত্রী টানা বন্ধ করার জন্য বাসস্টান্ডের মধ্যে ৪টি সিএনজি নিয়ে ৩টি ভাংচুর ও একটিতে অগ্নিসংযোগ করেছে। একটি সিএনজিতে আগুন লাগিয়ে দিয়েছে। পরে ক্ষুব্ধ চালকরা লালমোহনে দুটি বাস আটকে রাখে। কিন্তু ভাংচুর করেনি।
এদিকে সিএনজি অটোরিকশা চালকরা বাস শ্রমিকদের মারধরের অভিযোগে গতকাল বোরবার সন্ধ্যায় অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয়বাস শ্রমিক ইউনিয়ন। এর পরই জেলার অভ্যন্তরীণ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস শ্রমিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে একই সময় থেকে সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ করে দেয় চালকরা। এতে চরফ্যাসন, লালমোহন ও তজুমদ্তিনের মতো দূর দূরান্তের উপজেলার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে বাধ্য হয়ে ইজিবাইক, মাইক্রোবাস ও মোটর সাইকেলে বিকল্প উপায়ে যাতায়াত করলেও অতিরিক্ত ভাড়া শুনতে হচ্ছে। এদিকে দুর্ভোগ লাগবে ধর্মঘট প্রত্যাহারের দাবি জানিয়েছেন যাত্রীরা।
এদিকে সিএনজি অটোরিকশাকে মহাসড়কে অবৈধ উল্লেখ করে সেগুলো বন্ধ ও হামলা ভাংচুরের বিচার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মন্নান। তার দাবি সিএনজি অটোরিকশা চালকরা কিছুদিন পর পর পরিকল্পিতভাবে তাদের উপর হামলা চালায়। প্রশাসনের সিদ্ধান্ত অমান্য করছে তারা ।
অপরদিকে সড়কে চালকদের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতির বিচার চেয়ে চলাচল বন্ধ রাখার কথা জানিয়েছেন সিএনজি অটোরকশা ও থ্রি হুইলার চালক সমিতি সভাপতি জাকির হোসেন। বাস শ্রমিকদের উপর হামলার কথা অস্বীকার করে উল্টো বাস শ্রমিকরা তাদের মারধর করার অভিযোগ করেন তিনি।
এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রোববার বিকাল থেকেই বাস টারমিনালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
দোহা থেকে ঢাকার পথে খালেদা জিয়া
ভোলা সরকারি কলেজ ও ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে নিয়োগ পেলেন নতুন দুই অধ্যক্ষ
দেশের পথে বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে
হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া
লালমোহন কালমা ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ভোলায় সাবেক প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৩তম মৃত্যু বার্ষিকী পালন
ভোলায় বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘণ্টার কর্মবিরতি পালন
মনপুরায় রাসেদ হত্যায় আসামীদের গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন
স্বতন্ত্র ‘স্বাস্থ্য সার্ভিস’ গঠনের সুপারিশ স্বাস্থ্য সংস্কার কমিশনের
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত