অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ভোলা সরকারি কলেজ ও ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে নিয়োগ পেলেন নতুন দুই অধ্যক্ষ


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ৬ই মে ২০২৫ রাত ১২:৪৩

remove_red_eye

১৫৭

ইসতিয়াক আহমেদ : ভোলা সরকারি কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মোঃ ইসরাফীল এবং ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মুহাম্মদ মহিউদ্দিন এছাড়াও ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর জামাল হোসেন।
 সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপসচিব(সরকারি কলেজ-২) মো. মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বি.সি.এস. (সাধারণ শিক্ষা) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণ-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। বর্ণিত কর্মকর্তাগণ আগামী ১৩/০৫/২০২৫ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন।
উল্লেখ্য, সোমবার বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৭ জনের বদলি আদেশ জারি করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে নতুন কর্মস্থলে অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৪টি কলেজে অধ্যক্ষ ও তিনটিতে উপাধ্যক্ষ নিযুক্ত করা হয় বদলিকৃতদের।
সোমবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।