অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ | ৫ই বৈশাখ ১৪৩২


মার্চ ফর গাজা: লোকারণ্য সোহরাওয়ার্দী উদ্যান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৪৫

remove_red_eye

৩৩

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার মানুষ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভিড় করেছেন। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান লোকে লোকারণ্য হয়ে পড়েছে।

 

শনিবার (১২ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশেপাশের এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়র্দী উদ্যানে জড়ো হচ্ছেন। শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, মৎসভবন, দোয়েল চত্বরসহ বিভিন্ন স্থানে মানুষ দাঁড়িয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছেন।

সোহরাওয়ার্দী উদ্যানের পূর্বদিকে একটি স্টেজ করা হয়েছে। স্টেজের সামনে কিছু আসন রাখা হয়েছে। এরপর সাধারণ মানুষ ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা নিয়ে অবস্থান করছেন।

টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে একদল জনতা ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা উড়িয়ে স্লোগান দিচ্ছেন। তাদের অনেকেই নিজের মাথায় ফিলিস্তিনের পতাকা বেধেছেন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট দেশের বিভিন্ন স্থান থেকে আসা জনতা মিছিল করছেন।

বিকেল ৩ টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু হবে। রাজধানীর ৫টি পয়েন্ট থেকে মার্চ করে জনতা সোহরাওয়ার্দী উদ্যানে আসবেন।

ইতোমধ্যে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে সমর্থন জানিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠন অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেবেন।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, এবি পার্টি, খেলাফতে মজলিসসহ বিভিন্ন সংগঠন সমাবেশে অংশ নেবেন।

দুপুর সোয়া ২টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানসহ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সমাবেশে যোগ দেবেন।

এছাড়াও ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমদুল্লাহ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন, নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম, মুফতি হারুন ইজহার, ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, মুফতি কেফায়াতুল্লাহ কাশফি, মুফতি দেলোয়ার হোসাইন, মাহমুদুল হাসান সোহাগ, ক্রিকেটার নাহিদ রানা ও উপস্থাপক আর যে কিবরিয়া একাধিক বিশিষ্টজন ও পরিচিতজন এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন।

ইতোমধ্যে সংহতি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন ক্রিকেটার নুরুল হাসান সোহান,  জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান (মঞ্জু), খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

কর্মসূচিতে ফিলিস্তিনের জন্য বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক মোনাজাত পরিচালনা করবেন বলে কথা রয়েছে।

মার্চ ফর গাজা কর্মসূচির কারণে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রয়েছে। এছাড়াও বিভিন্ন পয়েন্ট থেকে জনতার উপস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের সড়কে যানজট তৈরি হয়েছে। রাজধানীর ফার্মগেট, কাওরান বাজার, বাংলামটর ও শাহবাগ এলাকা ঘুরে যানজটের এমন চিত্র দেখা গেছে।

 





সমাজে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ  কি বিপথগামী !   কারণ ও উত্তরণের উপায়

সমাজে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ কি বিপথগামী ! কারণ ও উত্তরণের উপায়

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন

ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন

ভোলায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

ভোলায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ

দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধন

দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধন

ভোলায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে কাঁদা পানি কৃষকরা শঙ্কায়

ভোলায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে কাঁদা পানি কৃষকরা শঙ্কায়

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

লালমোহনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

লালমোহনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে

লালমোহনে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই সন্তানের জননী আটক

লালমোহনে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই সন্তানের জননী আটক

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড

ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড

আরও...