অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫ | ৩০শে চৈত্র ১৪৩১


লালমোহনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৫ রাত ০৯:২৫

remove_red_eye

৬৩



আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিসের হলরুমে এসব সার-বীজ বিতরণের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও খামার বাড়ির উপ-পরিচালক খাইরুল ইসলাম মল্লিক। ২০২৪-২০২৫ অর্থ বছরে খরিফ-১ মৌসুমে কৃষি প্রণোদনার আওতায় লালমোহন উপজেলার ৫ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ২০ কেজি করে সার এবং ৫ কেজি করে ধানের বীজ বিতরণ করা হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুবেল মিয়ার সঞ্চালনায় এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবু হাসনাইন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসানসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।