অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৪শে চৈত্র ১৪৩১


ফিলিস্তিনের সমর্থনে সারাদেশে বিক্ষোভ আজ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৫ সকাল ১০:৫২

remove_red_eye

২০

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন।

সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচিত ডাক দিয়েছে তারা।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, হেফাজতে ইসলাম, ছাত্রদল, ছাত্রশিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ একাধিক সংগঠন এরই মধ্যে তাদের কর্মসূচি ঘোষণা করেছে।

 

আর আগে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো এক বিবৃতিতে ফিলিস্তিনজুড়ে ধর্মঘটের ডাক দেন এবং বৈশ্বিকভাবে তা পালনের আহ্বান জানান। এরপর থেকেই বিভিন্ন সংগঠন এ কর্মসূচির সঙ্গে একাত্মতা পোষণ করে।

গাজায় ইসরাইলের আগ্রাসন ও ভারতের ওয়াকফ সংশোধনী বিল প্রস্তাবের বিরুদ্ধে সোমবার বিকেল ৫টায় বিক্ষোভ মিছিল করবে জাতীয় নাগরিক পার্টির  (এনসিপি) ঢাকা মহানগর ইউনিট। বিক্ষোভটি রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হবে।