অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে মার্চ ২০২৫ বিকাল ০৩:৫১

remove_red_eye

১৮৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বুধবার সকালে ভোলার গজনবী স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রঙিন বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জানান।এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।  এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।
এর আগে সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের সূচনা হয়। সূর্য উদয়ের সাথে সাথে যথাযোগ্য মর্যাদায় ভোলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এর পর ভোলা পুলিশ সুপারসহ বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়। বোরহানউদ্দিন প্রতিনিধি জানান \ ভোলার বোরহানউদ্দিনে অনারম্ভর পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বুধবার প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে শহিদবেদিতে পুষ্পার্ঘ্য ও শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসন, পৌরসভা প্রশাসক, বিভিন্ন সরকারি  বেসরকারি দপ্তরেরর কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক। এরপর শহিদবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা বিএনপি’র আহবায়ক মাফরুজা সুলতানার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সকাল ৯ টায় বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। উপজেলা ইউএনও মো. রায়হান-উজ্জামান ও ওসি ছিদ্দিকুর রহমান কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। একই স্থানে এরপর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান-উজ্জামানের সভাপতিত্বে ওই সময় বক্তৃতা করেন,উপজেলা সহকারি কমিশনার(ভ‚মি)মেহেদী হাসান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিরুপম সরকার, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম খান,উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল,মুক্তিযোদ্ধা প্রতিনিধি নুরুল আমিন মিয়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আছমত আলী,মুক্তিযোদ্ধা রিয়াজউদ্দিন প্রমুখ। এছাড়া বোরহানউদ্দিন কামিল মাদ্রাসা, ভোলা পলিটেকনিক ইন্সটিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি পালন করে।

দৌলতখান প্রতিনিধি জানানঃ ভোলার দৌলতখানে যথাযোগ্য মর্যাদায় মহান ‘স্বাধীনতা  ও জাতীয়  দিবস২০২৫’  উদযাপিত  হয়েছে। বুধবার ( ২৬ মার্চ ) উপজেলা প্রশাসনের উদ্যাগে দিবসের প্রথম প্রহরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে আমির জাং  গজনবী স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রাণী কৈরী’র সভাপতিত্বে আলোচনা সভা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।   উপজেলা  যুব উন্নয়ন  কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য  রাখেন, উপজেলা সহকারী কমিশনার( ভ‚মি)  মুন্নি ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, উপজেলা  বিএনপির সিনিয়র  সহসভাপতি ফারুক হোসেন তালুকদার,  উপজেলা জামায়াতে ইসলামীর সম্পাদক আশরাফ উদ্দিন ফারুক,  বীর মুক্তিযোদ্ধা  আবু তাহের মাষ্টার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জুয়েল মাহমুদ প্রমুখ। এসময় সরকারি বিভিন্ন  দফতরের  কর্মকর্তা,  বীর মুক্তিযোদ্ধা পরিবারের  সদস্য ও  স্থানীয়  রাজনৈতিক  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যদিকে দৌলতখান উপজেলা   বিএনপি ও  সহযোগী  সংগঠন নানা  কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করে।

তজুমদ্দিন প্রতিনিধি জানানঃ ভোলার তজুমদ্দিনে নানা আয়োজন ও কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। আজ বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে ভোরে সূর্যোদয়ের সঙ্গে ৩১ বার তোপ ধ্বনির মধ্য দিয়ে উপজেলা প্রাঙ্গণে শহীদ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিবসের সূচনা করা হয়।
সকাল ৯টার দিকে তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করা হয়। বাংলাদেশ পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও শরীরচর্চায় অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধাগণের পরিবারবর্গ ও বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মোহাব্বত খান, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, তজুমদ্দিন প্রেসক্লাব যুগ্ম আহŸায়ক ও উপজেলা বিএনপি’র পক্ষে (প্রতিনিধি), সাইদুল হক মুরাদ, উপজেলা ইসলামী আন্দোলনের আমীর মুফতী জাফর আহাম্মেদ, উপজেলা মুক্তিযোদ্ধা আহŸায়ক, গোলাম সারোয়ার আলম, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, মাস্টার মোঃ শাহাবুদ্দিন, প্রভাষক নুরুল আহাদ তসলিম, মিডিয়া হাউজ সভাপতি মোঃ নোমান প্রমূখ।
এ সময়ে উপস্থিত ছিলেন, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।





মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আরও...