বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে মার্চ ২০২৫ বিকাল ০৪:৫৩
৭৩
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল (মঙ্গলবার) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। কিন্তু তিনি সেই ভাষণে নির্বাচনী রোডমাপের কথা বলেননি।
আমরা হতাশ হয়েছি।
বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে একটি ফ্যাসিস্ট সরকার এ জাতির ওপর নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে, গুম-খুন করেছে, এগুলো করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লব-অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা আবার গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ পেয়েছি। আমরা আশা করব, অন্তর্বর্তী সরকার, দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে একটা নির্বাচনের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো করে নির্বাচনের ঘোষণা দেবেন। ’
হতাশার কথা জানিয়ে তিনি বলেন, ‘তিনি তার বক্তব্যের মধ্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা, বীর উত্তমের নাম একবারও উচ্চারণ করেননি। অথচ তো এটাই ছিল ইতিহাস। আমরা চাই না, আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন সেই ইতিহাসগুলো পড়ুক। প্রকৃত সত্যগুলাকে উদ্ঘাটন করে জনগণের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক সরকার, সেই গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে, দেশের চলমান সমস্যাগুলো ততই দ্রুত সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি। ’
দল ও দলের প্রধানের পক্ষ থেকে জাতিকে স্বাধীনতার শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। একইসঙ্গে তিনি প্রত্যাশা করে বলেন, অতি শিগগিরই আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে’, প্রধান উপদেষ্টার এমন কথায় নির্বাচনী রোডম্যাপ অস্পষ্ট। কোনো রোডম্যাপ দেওয়া হয়নি। আমরা বারবার বলে আসছি, স্পষ্ট রোডম্যাপ, দ্রুত নির্বাচন। তা না হলে যে সংকট সৃষ্টি হয়েছে, সেগুলো কাটবে না।
বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না, বিএনপি জাতির স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার স্বার্থে, বিএনপি নির্বাচনের কথা বলছে। নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারে কথা বলছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, তা এখন পর্যন্ত আমরা পুরোপুরি পাইনি। এর মধ্যে অনেক চড়াই-উৎরাই গেছে।
৭৫-এর ৭ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে পেয়েছিলেন এবং ৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে আবার গণতন্ত্রে ফিরে এসেছিলেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।
সমাজে তরুণদের একটি উল্লেখযোগ্য অংশ কি বিপথগামী ! কারণ ও উত্তরণের উপায়
ভোলায় মেডিকেল কলেজ স্থাপনসহ ৫ দফা দাবীতে মানববন্ধন
ভোলায় দরিদ্র নারীদের খাদ্য সহায়তা ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ
দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিএনপির অফিস উদ্বোধন
ভোলায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে কাঁদা পানি কৃষকরা শঙ্কায়
লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু
লালমোহনে সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
লালমোহনে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে
লালমোহনে দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে দুই সন্তানের জননী আটক
ভোলায় যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৩ লাখ পিস ইয়াবা ধ্বংস করেছে কোস্টগার্ড
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত