অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


ভোলায় ছয় মাসে ৩৪টি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলিসহ ৭০ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই মার্চ ২০২৫ বিকাল ০৪:৩২

remove_red_eye

৪৯

সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলাসহ উপকূলের বিভিন্ন স্থানে গত ছয় মাসে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ৩৪টি আগ্নেয়াস্ত্র, ৫৭ রাউন্ড তাজা গুলিসহ সাউন্ড গ্রেনেড, ককটেল, হাতবোমাসহ ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী এবং ডাকাতকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকালে ভোলা কোস্টগার্ডের দক্ষিণ জোন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ (সি, বিসিজিএম, পিএসসি, বিএন) এসব তথ্য জানান।

এসময় তিনি আরো জানান, গোয়েন্দা তৎপরতা এবং সার্বক্ষণিক টহল কার্য পরিচালনার মাধ্যমে গত ছয় মাসে দক্ষিণ জোনের তত্ত্ববধানে ৩১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি বিদেশি পিস্তল, ৫৭ রাউন্ড তাজা গোলা, ১০ রাউন্ড ব্লাংক গোলা, সাউন্ড গ্রেনেড ০৩ টি, ককটেল ১২ টি, হ্যান্ড বোমা ৪৩ টি উদ্ধার করে ও ৭০ জন দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাতকে আটক করেছে। এছাড়াও প্রায় ১১কেজি অবৈধ পলিথিন, ১০ কেজি ৬৯০ গ্রাম গাঁজা ও ৪ লক্ষ ২৬ হাজার ৪১১ পিস ইয়াবা, ১১৬ বোতল ফেন্সিডিলসহ ৩৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অন্যদিকে জাটকা সংরক্ষণ অভিযান, মা ইলিশ সংরক্ষণ অভিযান, কম্বিং অপারেশন ও মৎস্য সম্পদ রক্ষায় বিভিন্ন অভিযান পরিচালনা করে ৪৪ কোটি মিটার অবৈধ কারেন্ট জাল, ১২ কোটি মিটার অবৈধ চরঘেরা জাল, ৪১ লক্ষ মিটার অবৈধ মশারী জালসহ  ২ কোটি মিটারের বেশি অবৈধ অন্যান্য জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। এছাড়াও আনুমানিক ১ লক্ষ ২ হাজার ৬৩১ কেজি জাটকা ইলিশ, ১ হাজার ২৫০ কেজি অবৈধ সামুদ্রিক মাছ, ১ হাজার ২৪১ টি পাঙ্গাশের পোনা ধরার চাই ও ৩২ হাজার ৫৬০ কেজি পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত পাঙ্গাসের পোনা তেতুঁলিয়া ও মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে।





আরও...