অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা বাংলাদেশে অবস্থা খুব খারাপ : আন্দালিব রহমান পার্থ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৯:০০

remove_red_eye

৯১

কামরুল ইসলাম : বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা বাংলাদেশে অবস্থা খুব খারাপ। এটা দৃশ্যমান পুলিশ যেভাবে কাজ করার কথা আমরা যেটা আশা করেছি সেভাবে কাজ করছেনা। আমরা প্রথম থেকেই বলেছি, সরকারের সাথে জনসম্পৃক্ততার অনেক অভাব ছিল। এবং এই ধরনের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়তে এমন কাউকে হয়তো দেয়া উচিত ছিলো   যাতে জনসম্পৃক্ততা বেশি হয়। অথবা পুলিশের কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসতে পারে। 
সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুরে ঢাকা থেকে ভোলায় ৩ দিন দিনের সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
 
এসময় তিনি আরো বলেন, বিগত আওয়ামী লীগের সরকারের যথেষ্ট পরিমাণে অবৈধ অর্থ আছে। দেশের একটা পরিস্থিতি খারাপ হলে রাজনৈতিক বেনিফিট তারাই পাবে বলে । তিনি আরো বলেন,বর্তমান সররকার শতভাগ কাজ করছে সেটাও বলবো না। আমরা আশাকরি সামনে পরিস্থিতি ভালো হবে।  তিনি ছাত্র নতুন দলকে সম্পর্কে বলেন,গনতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই। দল মানেই মানুষের কাছে যেতে হবে। জনগন যদি গ্রহন করে তাহলে আপনাকে বিশ্বাসের জায়গায় রাখবে। যেহেতু অন্তবর্তীকালীন সরকার কোন রাজনৈতিক দল যাতে বেনিফিট না পায়। যেটা অন্যান্য কোন রাজনৈতিক দল পাচ্ছে না। সামনে যারা  রাজনৈতিক দল নিয়ে আসছেন তারা যাতে এধকোন সরকারের কাছ থেকে কোন এডভানটেজ না পায়। যাতে অন্য রাজনৈতিক দল গুলোর জন্য সেটা ইনজাষ্টিজ হয়।
তিনি আরো বলেন, গত ৬ মাস ধরে সরকারের যেভাবে চলছে তাতে দিন দিন মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। আমি মনে করি নির্বাচন মুখি সংস্কার এখন বেশী গুরুত্ব পূর্ণ। আন্দালিব রহমান পার্থ আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে। রমজানে পরে আরও ব্যাপকহারে সারাদেশে প্রোগ্রাম হবে।
 
এরআগে ঢাকা থেকে রওনা দেয়ার পর দলের হাজার হাজার নেতাকর্মী বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে বরণ করে নিয়ে আসেন।  আগামী ৩ দিন দলীয় বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহনের কথা রয়েছে তার।

 





আরও...