অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


দেশের মানুষের আমিষের চাহিদা মেটানোর জন্য মনপুরাবাসী বড় ভূমিকা রাখছে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৫৬

remove_red_eye

৮০

মনপুরার চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যের সাথে মতবিনিময়  সভা
 
 
মনপুরা প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের জন্য বাংলাদেশ পৃথিবীতে পরিচিত। পৃথিবীতে আর কোন দেশে এরকম ইলিশ হয় না। আর ইলিশ যদি পাওয়া যায় এরকম স্বাদ হয় না। তাই দেশের জন্য এ মাছ রক্ষা করতে হবে। নিষেধাজ্ঞা কালিন ইলিশ মাছ ধরা থেকে জেলেদের বিরত থাকার আহ্বান জানান তিনি। 
সোমবার দুপুরে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার উত্তর সাকুচিয়া ইউনিয়নে 
মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যের সাথে মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।
প্রধান অতিথি  আরো বলেন, জেলেরা চায় ইলিশ মাছ যাতে রক্ষা হয়। কিন্তু ব্যবসায়ীরা লোক দিয়ে মাছ ধরায়। তিনি আরো বলেন, আমার ধারণা যারা আইন ভঙ্গ করে তারা জেলেরা না। ওরা করে ব্যবসায়ীরা। আমাদের কাজ হলো সচেতনতা বাড়িয়ে খারাপ লোকেরা যাতে এসব করতে না পারে । এজন্য কোষ্টগার্ড,নৌ বাহিনী,নৌ পুলিশ তাদের অনেক কষ্ট করে তাদের ধরে। দেশের মানুষের আমিষের চাহিদা মেটানোর জন্য মনপুরাবাসী বড় ভূমিকা রাখছে । তাই আপনাদের অনেক ধন্যবাদ জানাই।
 
মনপুরা উপজেলা প্রশাসন , মৎস্য বিভাগ ও এসডিএফ এর সহযোগীতায় দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবী সংগঠনের আয়োজনে সভায় অন্যান্যর মধ্যে  বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান, যুগ্ম সচিব ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন চেয়ারম্যান আবু নাঈম মোহাম্মদ আবদুল্লাহ সবুর ও মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লিখন বনিক।এ সময় দক্ষিণ চরগোয়ালিয়া আদর্শ মৎস্যজীবি গ্রাম সংগঠনের ৫ শতাধিক নারী-পুরুষ সদস্যরা  মতবিনিময় সভায় অংশ নেন।
 
 পরে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপয়েন্ট ফাউন্ডেশন উদ্যােগে  জেলেদের মাঝে ভয়া ও টস লাইট বিতরণ করা হয়।

 





আরও...