অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


সারাদেশে অপারেশন ডেভিল হান্টে ৫৮৯ জন গ্রেফতার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৩৭

remove_red_eye

৫০

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে ৫৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূলে মোট এক হাজার ৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৮৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯৫৪ জনকে গ্রেফতার করা হয়।

আজ সোমবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, দেশব্যাপী অভিযানে যৌথবাহিনী ১টি বিদেশী পিস্তল, ১টি কাঠের বাটযুক্ত পিস্তল, ৩টি ম্যাগজিন, ১২ রাউন্ড গুলি, ১টি মালবাহী ট্রাক, ২৫০ গ্রাম গাজা উদ্ধার করেছে।

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে।

 





আরও...