অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


তজুমদ্দিন মডেল স্কুলে মা ও অভিবাক সমাবেশ


তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ১২:৪৬

remove_red_eye

১৩০

ফখরে আজম পলাশ,তজুমদ্দিন: ভোলার তজুমদ্দিন মডেল স্কুলে মা ও অভিবাক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মডেল স্কুল প্রাঙ্গনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে চাঁদপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক জোসেব মাস্টারের সভাপত্বিত্তে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের যুগ্ম আহ্বায়ক সাইদুল হক মুরাদ, প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম এ হালিম।আরো উপস্থিত ছিলেন,চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিমল দে। অনুষ্ঠান পরিচালনা করেন,সহকারী শিক্ষক রুবেল বিশ্বাস, নজরুল ইসলাম বিটু পাটোয়ারী। অভিভাবকদের মতামত জানতে চাইলে, স্কুলের বিভিন্ন সমস্যা সম্পর্কে তারা অবহিত করেন। ছাত্র-ছাত্রীদের ক্লাস করতে অনেক সমস্যা হচ্ছে তাই একটা নতুন ভবন বা টিন সেটের ভবন তৈরির জন্য অনুরোধ করেন। বর্তমানে চেয়ার টেবিলেরও সংকট রয়েছে।