অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে রাজাপুর দক্ষিণ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৪৩

remove_red_eye

১৫৪

বাংলার কণ্ঠ ডেস্ক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভোলা সদর উপজেলার ১নং রাজাপুর ইউনিয়ন দক্ষিণ ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোলা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল রাসেল স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল ভোলা সদর উপজেলার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ভোলা সদর উপজেলাধীন ১নং রাজাপুর ইউনিয়ন ছাত্রদল দক্ষিণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। অতি শীঘ্রই উক্ত ইউনিটের নতুন কমিটি গঠন করা হবে। সুত্রে জানা যায়, গত আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভোলা সদরের ১নং রাজাপুর ইউনিয়নে ছাত্রলের সাবেক সভাপতি রুবেল এর নেতৃত্বে এক দল কথিত ক্যাডাররা দলীয় নাম পদপদবী ব্যাবহার করে বিভিন্ন চাঁদাবাজি, লুটতরাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গত ( ফেব্রুয়ারী) শুক্রবার রাজাপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন যুবদল নেতা লাহাউদ্দিন সরকার, ৮নং ওয়ার্ড বিএনপি সেক্রেটারি রুহুল আমিন মাতব্বরসহ আরও / জন এর উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি হন। উক্ত ঘটনায় দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, ভোলা সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কৃষকদলের সাধারণ সম্পাদক আবু রায়হান তসলিম, ১নং রাজাপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি শাহজাহান ব্যাপারী, সাধারণ সম্পাদক ফিরোজ আক্তার রুমিসহ জেলা থানা ইউনিয়ন বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতা-কমীদের সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয় ভোলা সদর উপজেলা ছাত্রদল।

 





আরও...