অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৭শে মার্চ ২০২৫ | ১৩ই চৈত্র ১৪৩১


লালমোহনে জমির বিরোধকে কেন্দ্র করে ৩ জনকে পিটিয়ে রক্তাক্ত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই ফেব্রুয়ারি ২০২৫ রাত ০৮:৩৯

remove_red_eye

২১৪

আকবর জুয়েল, লালমোহন : ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জনকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার  ফরাজগঞ্জ ইউনিয়নের  ৫নং ওয়ার্ডের হাজী কালা মিয়া ব্যাপারী বাড়িতে ঘটনা ঘটে।

ব্যাপারে ওই বাড়ির রুমানা নাছরিন অভিযোগ করে বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি কিশোরগঞ্জ মৌজা জেএল নং- ২২  এসএ খতিয়ান নং- ২৪ এস দাগ নং ২২৬৩ দাগে আমাদের মোট সম্পত্তি ৯২ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের সাথে একই এলাকার  মৃত সুলতান আহমেদ এর ছেলে ফারুক গংদের সাথে আমাদের জমিজমা নিয়ে রিরোধ চলে আসছে।গত ১০ফেব্রুয়ারী সকালে তারা জোর পূর্বক আমাদের  জায়গায় দখল করে ঘর উত্তোলন করতে আসলে আমরা বাঁধা দিলে আমাকে, আমার বৃদ্ধা মা ছালেহা, আমার বোন রেশমাকে, ফারুক,মোস্তফা,  রহিমাসহ একাধিক বহিরাগত লোক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমন করে  এবং আমাদেরকে পিটিয়ে রক্তাক্ত জখম করে আমাদের ডাক চিৎকার শুনে এলাকার লোকজন আমাদেরকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করান, আমরা এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। এর আগেও এরা আমার বৃদ্ধ বাবাকে পিছিয়ে পা ভেঙে দেন। আমারা এখন নিরুপায় হয়ে লালমোহন থানায় জিডি করেছি যাহার নং-৪৫৯ তারিখ-১০/০২/২০২৫

এব্যাপারে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচার দাবি করেন।  অভিযুক্ত মো. ফারুককে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান,আমরা তাদেরকে আহত করিনি এবং তাদের গায়ে হাত দেইনি বরং তারা আমাদের আহত করছেন।

 





আরও...