অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৬শে মার্চ ২০২৫ | ১২ই চৈত্র ১৪৩১


আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্ততি চলছে: নির্বাচন কমিশন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫

remove_red_eye

৭৫

বাংলার কণ্ঠ ডেস্ক : নির্বাচন কমিশনার মোঃ আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন,আগামী
ডিসেম্বরের মধ্যে যাতে জাতীয় নির্বাচন হয় সে লক্ষ্যই প্রস্ততি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে ভালো নির্বাচন না করার কোন বিকল্প নেই। দেশে একটি গ্রহন যোগ্য নির্বাচনের জন্য তিনি রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের সহায়তা কামনা করেন।


আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে শিবালয়ের নালী কৃষ্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

 আনোয়ারুল ইসলাম আরো বলেন, সবার চাহিদা অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করতেই হবে, পেছনে ফেরার সুযোগ নেই। 
সংস্কার কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, রজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যে বিষয় গুলো আসবে সে গুলোই বাস্তবায়ন হবে।

তিনি বলেন, বাড়ি-বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা করার সুবাদে এবার প্রথমবারের মতো ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন প্রায় ১৬ লাখ মৃত ভোটার। এতে কারো কারচুপি করার সুযোগ থাকবে না।


এ সসয় নির্বাচন কমিশনের একান্ত সচিব মোঃ কামরুজ্জামান, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ইউনুস আলী, মানিকগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজিমুদ্দিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এআরএম. আল-মামুনসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।