অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় সামাজিক সংগঠন স্বপ্নীল’র আহ্বায়ক সোহাগ সদস্য সচিব জাবেদ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:৩৯

remove_red_eye

৪১৭

এম ইসমাইল : ভোলার সামাজিক সংগঠন ‘স্বপ্নীল সমাজ সেবা সংগঠন’ এর নবগঠিত কমিটিতে নুর-ইসলাম সোহাগ-কে আহ্বায়ক ও অর্ণব আহমেদ জাবেদ-কে সদস্য সচিব করা হয়। আহ্বায়ক কমিটি গঠিত হয় ২১ সদস্যবিশিষ্ট সদস্য নিয়ে।
রবিবার (২ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা নাদিম হোসেন খান ও নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি’র সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক: মো. নুর-ইসলাম সোহাগ, যুগ্ম-আহ্বায়ক: রিয়াজ মাহমুদ, এস এম শাহীন আলম, সোহানুল ইসলাম সোহেল, সাইফুল ইসলাম খান, আর কে মেহেদী হাসান, সদস্য সচিব: অর্ণব আহমেদ জাবেদ, সদস্য: এ আর আতিক, তুষার ইমরান, শাহারা আক্তার ইকরা, তানিশা ইসলাম জান্নাত, বি এম বাছেদ হোসাইন, মো. সুলায়মান হৃদয়, মো. নাহিম ইসলাম, ইমরুল কায়েস, মো. রাসেল, আমিনুল ইসলাম শিপন, শাকিল খান শাহেদ, সাগরিকা, নিশিতা আক্তার, আরিয়ার সাগর। 'গঠনতন্ত্র' মোতাবেক 'স্বপ্নীল' এর পরবর্তী কমিটি পূর্ণগঠন না হওয়া পর্যন্ত আহ্বায়ক কমিটি দ্বারা উক্ত সংগঠনের সাংগঠনিক কার্যক্রম চলমান থাকবে বলে উল্লেখ্য করা হয়।
সংগঠনের উপদেষ্টা নাদিম হোসেন খান বলেন, “শিক্ষার্থীরা সম্মিলিতভাবে সামাজিক কাজের মাধ্যমে সমাজে যতটুকু অবদান রাখতে পারে তার দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে ‘স্বপ্নীল’। ‘স্বপ্নীল’ সবসময় মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক সংগঠন। আমাদের সদস্যদের প্রধান দায়িত্ব হলো অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, তাদের দুঃখ-দুর্দশা লাঘবে কার্যকর উদ্যোগ নেওয়া। মানবিক মূল্যবোধকে সামনে রেখে আমরা যদি একে অপরের সহায় হয়ে কাজ করি, তাহলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারব। আমি আশা করি, সংগঠনের প্রতিটি সদস্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করবে এবং মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।”
সংগঠনের নির্বাহী পরিচালক সাজেদুল ইসলাম রাব্বি বলেন, “স্বপ্নীল শুরু থেকেই মানবসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতিটি অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সদস্যরা স্বেচ্ছাসেবার মাধ্যমে পরিবর্তনের পথে এগিয়ে চলেছে, যা আমাদের অনুপ্রেরণা জোগায়। আমরা সামর্থ্যনুযায়ী সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। এছাড়াও আমরা তরুন নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। এই সংগঠন মানুষের কল্যাণে বিগত প্রায় ৫ বছর কাজ করেছে। অতীতের ন্যায় আগামীতেও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে, ইনশা'আল্লাহ।”
নবগঠিত কমিটির সদস্য সচিব অর্ণব আহমেদ জাবেদ বলেন, “আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করার জন্য। সংগঠনের সকল সদস্যের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের মূল লক্ষ্য অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নত করা। এই দায়িত্ব শুধু আমার একার নয়, বরং এটি আমাদের সবার সম্মিলিত প্রয়াসের ফসল। আমি বিশ্বাস করি, একসঙ্গে কাজ করলে আমরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবো। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই।”
সংগঠনটি আর্থিক অভাবের কারণে ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব পালন করছে। এছাড়াও প্রকল্প আকারে অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে যাচ্ছে। সম্মিলিত সাহায্য দানে সংগঠনটি এগিয়ে যাবে মানব কল্যাণে এমন আশাব্যক্ত করেন সংগঠনটির নতুন দায়িত্বশীলরা।





মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আরও...