অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৫ | ২৫শে মাঘ ১৪৩১


ভোলায় সেচ্ছাসেবী সংগঠন আলোড়নের সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ


মো: ইয়ামিন

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৫ রাত ১০:১২

remove_red_eye

১২৫

মো: ইয়ামিন : ভোলায় সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় শীতার্ত মানুষের মাঝে সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ সম্পূর্ণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘আলোড়ন’।
রবিবার (২ জানুয়ারি) বেলা ০৩ টায় মধ্য চরনোয়াবাদ কদমআলি সড়ক এ কর্মসূচি পালন করেন সংগঠনটির কর্মীরা।
সেচ্ছাসেবী সংগঠন ‘আলোড়ন’ ভোলা জেলা সাধারণ স¤পাদক রেফাত জামান নিশান বলেন, রবিবার (২ জানুয়ারি) আমারা সপ্তাহব্যাপী শীতবস্ত্র বিতরণ শান্তিপূর্ন সম্পন্ন করেছি। এই সংগঠন ভোলার বিভিন্ন এলাকায় উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে। আমরা চাই সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকতে এবং সুবিধা বঞ্চিত মানুষকে জানানো যে, তারা একা নয়। তিনি আরো বলেন, আমরা শুধু সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই নয়। আমরা সমাজে মাদক বিরোধী কর্মসূচি ইভটিজিং রোধ, বাল্যবিবাহ প্রতিকারসহ সামাজিক বিভিন্ন কাজ করে থাকি। এ সময় তিনি সমাজের অন্যান্য এই সংঘটন কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সার্বিক সহযোগিতা করেছে তাদের কে আবার ও আন্তরিক ভাবে ধন্যবাদ ও প্রানঢালা শুভেচ্ছা।

সেচ্ছাসেবী সংগঠন ‘আলোড়ন’ ভোলা জেলা সভাপতি আবিদ হাওলাদার ভাউচুয়ারলী বলেন, সমাজে আমরা সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করেছি। সমাজে ধনীদের সম্পদে গরিব মানুষের অধিকার আছে। সেটা শরীয়তেও আছে। আমরা আমাদের সেই দায়িত্ব থেকে সরে আসার কারণে সমাজে আজ এ বিভাজন সৃষ্টি হয়েছে, আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারতাম তাহলে এই বিভাজন তৈরি হতো না। এসময় তিনি শুধু শীতের কাপড় নয় অন্যান্য সামাজিক কাজে এগিয়ে আসার জন্য সবাইকে আহবান জানান এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রাকিবুল ইসলাম ফাহা সুপ্রিয়, কোষাধ্যক্ষ আফানান সুজন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সামিয়ান সাকিব প্রমুখ।