অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৪ঠা জানুয়ারী ২০২৫ | ২১শে পৌষ ১৪৩১


লালমোহন ও তজুমদ্দিনে ব্যারিস্টার আব্দুর রহমানের সেবামূলক কার্যক্রম


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৫৭

remove_red_eye

৬৭

     নাগরিক উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান
 
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনের প্রত্যন্ত অঞ্চলে জন্ম নেওয়া মোঃ আব্দুর রহমান (খোকা) এখন ব্যারিস্টার। বিপিপি ইউনিভার্সিটি লন্ডন থেকে ‘ব্যারিস্টার এট ল’ শেষ করে সেখানে জায়বা ল ফার্মে ল’ইয়ার হিসেবে কর্মরত আছেন। লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড চরমোল্লাজী গ্রামের মাওলানা ওজিউল্লাহ মিয়া বাড়ীর মৃত মাওঃ রফিকুল ইসলাম এর সন্তান তিনি। পিতা ছিলেন স্থানীয় করিমগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার সহকারি অধ্যাপক। মা বিবি মরিয়ম একজন সফল গৃহিনী। আইন পেশায় নিজেকে নিয়োজিত রাখলেও নিজের জন্মভূমির মানুষের পাশে থাকতে চান তিনি। এজন্য লালমোহন ও তজুমদ্দিন নাগরিক উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান এর দায়িত্ব নিয়ে ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান (খোকা) অসহায় মানুষের সেবা করতে চান। সকল ধরণের দুর্নীতি, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তিনি স্বোচ্ছার নিজের অবস্থান থেকে। জুলাই বিপ্লবের যে সফলতা এই দেশের নতুন প্রজন্ম এনেছে, সেই সফলতায় নতুন বাংলাদেশ একসাথে গড়তে সবার পাশে তিনিও আছেন। ছাত্রজীবনে ইসলামি ছাত্রশিবিরের রাজনীতি দিয়ে রাজনৈতিক অঙ্গনে পদার্পন করেন তিনি। ঢাকা মহানগর উত্তরের আইন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। বর্তমানে লন্ডন থাকলেও লালমোহন ও তজুমদ্দিন নাগরিক উন্নয়ন ফোরাম এর মাধ্যমে ছাত্র আন্দোলনে ভূমিকা রাখা এলাকার সংশ্লিস্ট ছাত্রদের সকল ধরণের সহায়তা দিতে তিনি প্রস্তুত আছেন বলে জানান। দরিদ্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য ভর্তি ও একাডেমিক সহায়তা করবেন তিনি এই ফোরামের মাধ্যমে এমনটাই জানালেন। গত শনিবার উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রব মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে তাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এছাড়া লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের মাদ্রাসা বাজার ও জিএম বাজারে শীতার্তদের মাঝে শীত্রবস্ত্র বিতরণ করা হয়। রবিবার রমাগঞ্জ ইউনিয়নের কর্তারহাট ও রায়চাঁদ বাজারেও শীতবস্ত্র বিতরণ করা হয়। পুরো শীতে লালমোহন ও তজুমদ্দিন উপজেলার প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ চলমান থাকবে বলে তিনি জানান।  
ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান (খোকা) শিক্ষাজীবনে ২০০৬ সালে চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিলে বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ-৫ পেয়ে চলে যান রাজধানীতে। গুলশান ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ থেকে ২০০৮ সালে এইচএসসিতে বাণিজ্য বিভাগেও জিপিএ-৫ পেয়ে ভর্তি হন সরকারি তিতুমীর কলেজ। সেখান থেকে বি.এ  এবং এম.এ (ইন ইংলিশ) শেষ করেন। এরপর উচ্চ শিক্ষার জন্য ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এল.এল.বি (অনার্স) করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অপ প্রফেশনাল থেকে এল.এল.এম করেন এবং বিপিপি ইউনিভার্সিটি লন্ডন (honor society of lincoln inns)থেকে ব্যারিস্টার এট ল’ সম্পন্ন করেন। লন্ডনের জায়বা ল ফার্মে ল'ইয়ার হিসেবে কর্মরত আছেন।