অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ | ৬ই বৈশাখ ১৪৩২


চাঁদাবাজদের তথ্য সংগ্রহ চলছে, সবাইকে আইনের আওতায় আনা হবে : ডিএমপি কমিশনার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪

remove_red_eye

৬৯

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চাঁদাবাজদের তথ্য সংগ্রহের কাজ চলছে। যারা চাঁদাবাজি করছে তাদের আইনের আওতায় নিয়ে আসতে চাই।

এসময় ফুটপাতে হকারদের কাছ থেকে সব ধরনের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেন ডিএমপি কমিশনার।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, আমি ১৩ দিন কমিশনার হিসেবে ডিএমপিতে যোগদান করেছি। এই কয়েকদিন নানান কাজে ব্যস্ত থাকায় ফুটপাতে চাঁদাবাজির বিষয়ে হাত দিতে পারিনি। আমি ফুটপাতে হকারদের কাছ থেকে সব ধরনের চাঁদাবাজি বন্ধ করতে চাই।

তিনি বলেন, একটি কথা বার বার উঠে আসছে, চাঁদাবাজি। মোহাম্মদপুর এলাকায় অন্য কোনো এলাকার লোক এসে এখানে চাঁদাবাজি করছে না। আপনাদের (মোহাম্মদপুর) প্রতিবেশীরাই চাঁদাবাজি করছে। আপনি এবং আপনারা সংগঠিত হয়ে তাদের প্রতিরোধ করুন। তাদেরকে বলেন চাঁদা দেবেন না। আমরা পুলিশ সব সময় জনগণের পাশে আছি।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, ফুটপাতে হকারদের কাছ থেকে ব্যাপক চাঁদাবাজি হয়। গতকাল সোমবার ফার্মগেট এলাকায় ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে গন্ডগোল হয়। পরে সাতজনকে গ্রেফতার করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, পুলিশে এখন যে পরিমাণে ইমেজ সংকট, ঠিক ১৫ বছরের আগে এতটা ইমেজ সংকটে ছিল না পুলিশ। আমরা চেষ্টা করছি যেন হারানো ইমেজ আবার পুনরুদ্ধার করতে পারি। এমন মতবিনিময় সভা আরও ৪৯টি থানায় অনুষ্ঠিত হবে। পুলিশ বাহিনী বাদ দিয়ে সমাজ চলবে সেটা আশা করার সুযোগ নেই এবং দ্বিতীয় কোনো পছন্দ নেই।

জুলাই-আগস্টের ঘটনা অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ঢাকার পুলিশপ্রধান বলেন, স্বাধীনতার ৫২ বছর পরে এ ধরনের ঘটনা আমরা আশা করিনি। আমার পুলিশ কেন আপনাদের বুকে গুলি চালাবে? আপনাদের ট্যাক্সের টাকায় আমার এই পোশাক, আমি যে গাড়িতে চড়ে আসলাম সেই গাড়িটি আপনাদের টাকায় কেনা। আমার সহকর্মীরাও যে গাড়িতে চলাচল করেন সেটিও আপনাদের (জনগণের) গাড়ি। এই গাড়ি জনগণের সেবা দেওয়ার জন্য ব্যবহার করতে চাই। কিন্তু আমরা পুলিশ গত ১৫ বছরে সব ভুলে গেলাম!

মামলার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, একেকজন ৪০-৫০টি মামলার আসামি। এ বিষয়ে আমরা কাজ করছি। ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় অনেক মামলা হয়েছে। এসব মামলার কিছু পুলিশ তদন্ত করবে। প্রায় দুই হাজার মামলা হয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। যারা নিহত হয়েছেন তাদের মা-বাবা বিচার দেখতে চান। বিচার না হলে আমরাও অপরাধী।

 





ভোলা থেকে ঢাকায় নেয়ার পথে সিএনজি গ্যাস পরিবহনের ৪টি গাড়ি আটকে দিলো ছাত্র জনতা

ভোলা থেকে ঢাকায় নেয়ার পথে সিএনজি গ্যাস পরিবহনের ৪টি গাড়ি আটকে দিলো ছাত্র জনতা

চরফ্যাসনে দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামী মো. আল আমিনকে গ্রেপ্তার

চরফ্যাসনে দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামী মো. আল আমিনকে গ্রেপ্তার

দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে : হাফিজ ইব্রাহিম

দ্রব্যমূল্য সহনীয় রেখে দেশ ও জনগনের জন্য কাজ করতে হবে : হাফিজ ইব্রাহিম

লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

লালমোহনে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট

মনপুরা হাসপাতালে বেড়েছে সেবার মান, রয়েছে জনবল সংকট

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার :  প্রধান উপদেষ্টা

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা

লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির নেপথ্যে

লন্ডনে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতির নেপথ্যে

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

ট্রাম্প-শি-মোদী এসে কিছু করে যাবে না: মির্জা ফখরুল

ট্রাম্প-শি-মোদী এসে কিছু করে যাবে না: মির্জা ফখরুল

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ

আরও...