অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৩১শে অক্টোবর ২০২৪ | ১৬ই কার্তিক ১৪৩১


ঘূর্ণিঝড় ডানা'র প্রভাব: ভোলা জেলায় ৮৬৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৩২

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী  বৈঠক 
 
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঘুর্ণিঝড় ডানার প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। বুধবার সকাল থেকে বৃষ্টি ও দমকা হাওয়া হয়েছে। তবে মেঘনা নদী এখনো উত্তাল হয়ে ওঠে নি । দুপুরের দিকে কোথাও কোথাও হালকা রোদ দেখা যায়। ইতিমধ্যে মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে সরিয়ে আনার জন্য কাজ করছে প্রশাসন। এদিকে ঝড়ের পূর্বাভাস এ ভোলার বেড়ি বাঁধ ও চরাঞ্চল এলাকার মানুষের মধ্যে ঝড়ের আতংক রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মোকাবেলা আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সভা থেকে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান জানান, ঘূর্ণিঝড় ডানার প্রভাব মোকাবেলায় ইতোমধ্যে জেলার ৮৬৯টি আশ্রয় কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত করা হয়েছে। ১৩ হাজার ৮৬০জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত রয়েছে। গঠন করা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। পাশাপাশি গঠন করা হয়েছে মেডিকেল টিম। এছাড়া জেলার বিচ্ছিন্ন ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের লক্ষাধিক বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
তিনি আরো জানান, দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে মজুদ রয়েছে ৫৮৪ মেট্রিকটন চাল, ৩৫০ প্যাকেট শুকনো খাবার ও নগদ অর্থ রয়েছে ৯ লক্ষ টাকার বেশি। এছাড়া প্রয়োজনে সব ধরনের সহায়তার ব্যবস্থা করার আশ্বাস দেয়া হয় এই সভা থেকে।