অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৩ই মে ২০২৪ | ৩০শে বৈশাখ ১৪৩১


এসএসসি পরীক্ষার ফল ৯ থেকে ১১ মে’র মধ্যে প্রকাশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৫৩

remove_red_eye

২৪

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৯ থেকে ১১ মে এর মধ্যে প্রকাশ করা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে সাধারণত ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে অনুযায়ী, ১১ মে এর মধ্যে এসএসসির ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, আগামী ৯, ১০ ও ১১ মে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় অনুমতি পেলে সেদিনই ফল প্রকাশ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় মোট ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা দেয় ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন। লিখিত পরীক্ষা শেষ হয় ১২ মার্চ।





ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলামে গনসংযোগ উঠান বৈঠক

ভোলায় চেয়ারম্যান প্রার্থী মোশারেফ হোসেন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আজিজুল ইসলামে গনসংযোগ উঠান বৈঠক

ভোলায় এসএসসিতে পাসের হার গত বছরের তুলনায় কমেছে ১.৭৭ শতাংশ

ভোলায় এসএসসিতে পাসের হার গত বছরের তুলনায় কমেছে ১.৭৭ শতাংশ

ভোলার বাপ্তায় চেয়ারম্যান প্রার্থী ইউনুছ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী পলাশের গনসংযোগ লিফলেট বিতরণ

ভোলার বাপ্তায় চেয়ারম্যান প্রার্থী ইউনুছ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী পলাশের গনসংযোগ লিফলেট বিতরণ

বিভাগীয় পর্যায়ে  লোক ও উচ্চাঙ্গ নৃত্যে  ভোলার শিল্পী অহনার প্রথম স্থান অর্জন

বিভাগীয় পর্যায়ে লোক ও উচ্চাঙ্গ নৃত্যে ভোলার শিল্পী অহনার প্রথম স্থান অর্জন

সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে: এমপি শাওন

সরকার সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে: এমপি শাওন

চরফ্যাশনে রিকশা চালকে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন ইউপি সদস্য

চরফ্যাশনে রিকশা চালকে মারধর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নিলেন ইউপি সদস্য

মনপুরায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল

মনপুরায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল

একনজরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

একনজরে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১,৮২,১২৯ জন

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১,৮২,১২৯ জন

আনারস প্রতীকে ভোট দেয়ার  আহবান :মোশারেফ হোসেন

আনারস প্রতীকে ভোট দেয়ার আহবান :মোশারেফ হোসেন

আরও...