বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই জানুয়ারী ২০২৪ রাত ১০:৪৯
২৪৫
২ জন আটক ,৩ জনকে জরিমানা
বাংলার কণ্ঠ প্রতিবেদক : দেশের একমাত্র দ্বীপজেলা ভোলায় রবিবার সকাল থেকে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কনকনে শীতের মধ্যে ভোট শুরু হওয়ার আগেই ভোট কেন্দ্র গুলোতে লাইন দিয়ে ভোটাররা উপস্থিত হতে থাকে। সকাল ৮ টায় শান্তি পূর্ণ পরিবেশে বিভিন্ন বয়সী নারী পুরুষ ভোট দেয়া শুরু করে। সকাল ৯ টায় ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোলা-১ আসনের আওয়ামীলীগের হেভিওয়েট প্রার্থী তোফায়েল আহমেদ তার নিজের ভোট প্রদান করেন। তিনি স্বাধীনতার আগে ৭০ সন থেকে এ পর্যন্ত ৮ বার এমপি ছিলেন। এদিকে নির্বিঘেœ শান্তিপূর্ন পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন।
এদিকে ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরছাড়া পোলিং এজেন্টের পক্সি দিতে আসা ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম আবদুর রহিম ও জাকির হোসেন। রবিবার সকাল ১০ টায় কেন্দ্র পরিদর্শনে এসে উপসচিব সুজিত হালদার এদের আটক করে আইন শৃঙ্খলারক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করেন।
প্রিজাইডিং আফিসার খলিলুর রহমান জানান, আবদুর রহিম স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের এজেন্ট হিসাবে ৮ নং কক্ষে বসা ছিলেন। আর জাকির হোসেন ৩ নং কক্ষে একই প্রার্থীর পক্ষে পোলিং এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন। ঢাকা থেকে আসা উপসচিব সুজিত হালদার এদের কাগজপত্র যাচাই করে আবদুর রহিমের কার্ডে প্রিজাইডিং অফিসারে স্বাক্ষর পান নি। জাকির হোসেনের কার্ডে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর থাকলেও ছবির সাথে মিল ছিল না। তিনি আরও জানান, আটকের পর আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান , আটক ২ জনই স্বতন্ত্র প্রার্থীর ডামি এজেন্ট হিসাবে কেন্দ্রে দায়িত্ব পালন করতে এসে আটক হয়। এছাড়াও পশ্চিম চরউমেদ ১নং সরকারি প্রাথমিক কেন্দ্রে জাল ভোট প্রদানের করায় একজনকে জনকে আটক করে পরে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আটক ব্যক্তির নাম রোজিনা বেগম।
এ ছাড়া মধ্য পেশকার হাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে জাল ভোট প্রদান করার অভিযোগে ২ জনকে ৬ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অপরদিকে দুপুরে কেন্দ্র থেকে এজেন্টদেরকে বের করে দেয়াসহ অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বয়কট করেন ভোলা - ৩ আসনের সতন্ত্র (ঈগল) মার্কার প্রার্থী আওয়ামী লীগের সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর জসিম উদ্দিন । অপর দিকে এমন অভিযোগ মিথ্যা ভিত্তহীন উল্লেখ করে নৌকা প্রতীকের প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, স্বতন্ত্র প্রার্থীর কোন জনপ্রীয়তা নেই। তার কোন কর্মী সমর্থক নেই। সাংগঠনিকভাবে তার কোন অবস্থানই নেই। তাই সবক'টি কেন্দ্রে তিনি এজেন্টও দিতে পারেন নি। নিশ্চিত পরাজয় জেনে তিনি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব কাল্পনিক অভিযোগ করেছেন।
এদিকে ভোলার লালমোহনের বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান ভোট শুরুর আগের রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।
এদিকে ভোলায় আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ২৬ নির্বাহী ম্যাজিষ্ট্রেট, ৫৪টি মোবাইল টিম ও পুলিশ,নৌ বাহিনী, বিজিবি,কোষ্টগার্ড,আনছার,র্যাব ও আর্মড আনসারসহ মোট ৯ হাজার ৫৮৯জন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন।
ভোলায় ৪টি আসনে আওয়ামীলীগ, জাতীয় পাটি, জাসদ,বাংলাদেশ কংগ্রেস,তৃনমূল বিএনপিসহ বিভিন্ন দলের মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক