অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ঐক্যবদ্ধ হয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার আহবান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে ডিসেম্বর ২০২৩ রাত ১০:৪৯

remove_red_eye

২২৩




 ভোলা পৌর চরনোয়াবাদে উঠান বেঠকে আ’লীগের প্রার্থী তোফায়েল আহমেদ


মলয় দে : ভোলা-১ আসনে আওয়ামীলীগের মনোনতি প্রার্থী ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, আগামী ৭ তারিখে ভোট । আর অল্প কয়েকদিন আছে। আপনারা প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন । সারিবদ্ধ ভাবে দাড়াবেন।  সকলে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে  নৌকা মার্কায় একটি ভোট দিবেন। তিনি আরো বলেন, ভোলা তার আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। ভোলা পৌরসভার যে উন্নয়ন বাকী আছে ,তার পৌর সভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের হাত ধরে সেগুলো সমাপ্ত করা হবে।  শুক্রবার সন্ধ্যার পর ভোলা পৌর এলাকার ৩১ নং চরনোয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে (নম স্কুলে) উঠান বৈঠকে  ভোলা-১ আসনের আওয়ামীলীগের প্রার্থী তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এদিকে উঠান বৈঠকে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কয়েক হাজারো নারী,পুরুষ অংশ নেয়।
ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামান’র সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, পৌরসভা ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ জুম্মন প্রমূখ। উঠান বৈঠকে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী নেওয়াজ পলাশ এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আশরাফ হোসেন  লাভু,সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল  ইসলাম নকিব, পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল্লাহ নাজু সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলগন। এছাড়াও দলটির বিভিন্ন  অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
অপর দিকে বৃহস্পতিবার বিকালে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের মাদ্রাসা মাঠে নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তোফায়েল আহমেদ। এ সময় তিনি   বলেছেন, নির্বাচন বানচারের জন্য  বিএনপি পায়তারা করছে। বিএনপি একটি বাজে দল। তারা ট্রেনে আগুন দিয়ে ৪ জনকে মেরে ফেলেছে। বিএনপি একটা কুখ্যাত দল। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিনত করেছে।
তিনি আরো বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে  সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার জন্য আহবান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।  আমরাও কাজ করে যাচ্ছি। জনগনের উন্নয়নের জন্য আমরা কাজ করি। একটি বাড়ি একটি খামার এই প্রকল্প আমরা দিয়েছি। আমরা ভূমিহীনদের ঘর করে দিয়েছি। মানুষ যাতে সুখে থাকে শান্তি থাকে এটাই আমাদের কামনা। এটই আমি চাই। এ সময় তিনি ভেলুমিয়া সহ ভোলার উন্নয়নে যে সব কাজ করা হয়েছে তার তথ্য তুলে ধরেন। এ সময় আরো বক্তব্য রাখেন, ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ ইউনুছ,  ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস ছালেম,  ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামী সম্পাদক আবদুল হাই প্রমুখ।





মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আরও...