বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০২৩ রাত ১২:২৪
১০৫
মনপুরা ও তজুমদ্দিনে
৩ মাছ ধরা ট্রলার ও
বলগেট ডুবি
১ জেলে নিখোঁজ
বাংলার কন্ঠ প্রতিবেদক।।বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার বিভিন্ন স্থানে প্রায় ৫০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মনপুরা ও তজুমদ্দিনে ৭ জেলে সহ ৩ টি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ৬ জেলে উদ্ধার হলেও তজুমদ্দিনের এক জেলে নিখোঁজ রয়েছে। এছাড়াও তজুমদ্দিনে একটি বালির বলগেট ডুবে গেছে।
স্থানীয়রা জানান, দ্বীপ জেলা ভোলায় বৃহস্পতিবর রাতভর বৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল থেকে মাঝারি থেকে ভারী বর্ষণ ও দমকা হাওয়া শুরু হয় । দুপুর দেড়টা থেকে ভোলা জেলার উপর দিয়ে প্রচন্ড বাতাস ও ঝড়ো বাতাস বয়ে যায়। এতে করে বিভিন্ন এলাকায় গাছ পালা বিধ্বস্ত হয়েছে।ইলিশা ফেরি ঘাটে কয়েকটি দোকানের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়।
ইলিশা লঞ্চ ঘাট এলাকায় ১০ টি ট্রলার ও ১টি স্পীড বোট ঢেউয়ের আঘাতে ভেঙে যায়। একটি মাছ ধরার ট্রলার তীরে আশ্রয় নিতে এলে সজীব নামে এক জেলে গুরুতর আহত হয়।দুপুর থেকে মোবাইল ফোনের নেটওয়ার্ক বিপর্যয় দেখা দেয় এতে করে বিভিন্ন এলাকার ক্ষয়ক্ষতির খবর নেয়া সম্ভব হয় নি। এছাড়াও ভোলায় শহর সহ বিভিন্ন এলাকায় সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
ভোলা জেলা কন্ট্রোল রুম জানিয়েছে , প্রাথমিকভাবে ভোলায় ৪২৬ টি আংশিক ও ৭৩ টি ঘর সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত বিস্তারিত ক্ষয়ক্ষতির তালিকা পাওয়া যায়নি।
অপর দিকে দুপুর থেকে মেঘনা নদী উত্তাল হয়ে উঠে। সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মাছ ধরা ট্রলারগুলো নিরাপদ আশ্রয় নেয় । এসময় নদীর তীরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করে । সিপিসির স্বেচ্ছাসেবক ও নৌ পুলিশকে ইলিশা ফেরি ঘাট ও মাছ ঘাট এলাকায় মানুষ কে নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য সতর্ক সংকেত প্রচার করতে দেখা গেছে। ভোলা ইলিশা নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ আক্তার হোসেন জানান, তারা ইলিশা এলাকা নিরাপদে থাকার জন্য সকাল থেকে প্রচারনা চালিয়ে যাচ্ছে। এদিকে বিভিন্ন এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে । এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায় নি। দুপুর থেকে মোবাইল ফোনের নেটওয়ার্ক বিপযয় দেখা দিয়েছে। বিভিন্ন এলাকার স্থানীয়রা জানায়,ভোলার মাঝের চরে সহ বিভিন্ন এলাকায় শীতকালীন আগাম সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।
স্থানীয় আবহাওয়া অফিসের ইনচার্জ মনিরুজ্জামান জানিয়েছেন ,২৪ ঘন্টায় সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪৮.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
অপরদিকে বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলায় ২ টি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় ৩ জেলে ডুবে গেলেও স্থনীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। মনপুরা থানার ওসি জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে ঘুনিঝড়ের আশংকায় বৃহস্পতিবার রাত ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ঘূর্ণিঝড় মোবাকেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরণের প্রস্তুতি নেয়া হয়। ইতোমধ্যে জেলার ৮৬৯টি আশ্রয় কেন্দ্র ও ১২টি মুজিব কিল্লা প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ১ হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখার জন্য অবহিত করা হয়েছে। সাত উপজেলায় খোলা হয়েছে ৮টি কন্ট্রোল রুম। ১৩ হাজার ৮৬০জন সিপিপির স্বেচ্ছাসেবক সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।গঠন করা হয়েছে মেডিকেল টিম। এছাড়া দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের তহবিলে ৩৪১ মেট্রিক টন চাল ও নগদ ২০ লক্ষ টাকা মজুদ রয়েছে বলেও জানান তিনি।
তজুমদ্দিন প্রতিনিধি এম, নুরুন্নবী জানান, ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ৪ জেলেসহ একটি জেলে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় তিনজনকে উদ্ধার করা গেলেও বাদশা মিয়া (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। সে মলংচড়া ইউনিয়নের মৃত মজিবল হকের ছেলে।
১৭ নভেম্বর (শুক্রবার) দুপুর ২ টার দিকে ৪ জেলে মলংচড়া সিডার চর থেকে মির্জাকালু ঘাটে আসার সময় সফিক মাঝির ট্রলার দূর্ঘটনার কবলে পড়ে।
উদ্ধার হওয়া শফিক মাঝী জানান, তীরের উদ্দেশ্যে আসার সময় মাঝ নদীতে পৌছলে ডেউয়ের ধাক্কায় নৌকা উলটে যায়। পাশে মাছ ধরারত অন্য জেলেরা আমাদের তিনজনকে উদ্ধার করলেও বাদশা মিয়াকে পাওয়া যায়নি।
মলংচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুল জানান, তিনি নৌকা ডুবির সংবাদ পেয়ে উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। নিখোঁজ জেলেকে খুঁজতে কয়েকটি ট্রলার পাঠানো হয়েছে নদীতে। সন্ধ্যা ছয়টা পর্যন্ত নিখোঁজ বাদশা মিয়াকে পাওয়া যায়নি।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ বলেন, উপজেলা নির্বাহী অফিসার এর মাধ্যমে নৌকা ডুবির সংবাদ পেয়েছি। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেস্টা চলছে।
এদিকে, উপজেলা প্রশাসন ও রেডক্রিসেন্ট এর পক্ষ হতে সমুদ্রে ঘূর্ণিঝড় মিধিলি সৃষ্টি হওয়ার পর থেকে সতর্কবার্তা জানিয়ে এলাকায় স্বেচ্ছাসেবকরা মাইকিং ও প্রস্তুতি গ্রহন করলেও অনেক জেলে ট্রলার মাছ ধরার জন্য নদীতে যায়। নদীতে স্বাভাবিকের চেয়ে ৪-৫ ফুট উচ্চতায় পানি বৃদ্ধি পায়। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত ও দুপুরের দিকে প্রচন্ড বাতাস বইতে শুরু করে। এতে কোন স্থান থেকে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে চরাঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতি হওয়ার আশংকা রয়েছে।
অপরদিকে ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে ঘূর্ণিঝড়ে মাহি -১ নামে বালির একটি বলগেট ডুবে গেছে। তবে এই জাহাজের সকলেই উদ্ধার হয়েছে।
লালমোহন প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ভোলার লালমোহনে অর্ধশতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। শুক্রবার দুপুরে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রমের সময় উপজেলার বিভিন্ন এলাকায় আঘাত হানে। এতে করে ৪৫টি ঘরের আংশিক ক্ষতি হয়, পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় অন্তত ১৫টি ঘর। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুল।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের আঘাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘর-বাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। এছাড়া প্রায় ১২শত হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গেছে। যার মধ্যে সবচেয়ে বেশি নষ্ট হয়েছে ধান। কিছু কিছু এলাকায় গাছ উপড়ে গেছে।
ইউএনও আরো বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বৃহস্পতিবার মধ্যরাত থেকেই লালমোহনে বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ অফিস থেকে জানানো হয়েছে তারা লাইন মেরামত করে বিদ্যুৎ সংযোগ চালুর চেষ্টা করছেন।
ইউএনও অনামিকা নজরুল বলেন, আমরা ইতোমধ্যে ঘূর্ণিঝড়ে লালমোহনের ক্ষয়ক্ষতির একটি তালিকা জেলায় প্রেরণ করেছি। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের কাছে তা পৌঁছে দেওয়া হবে। এছাড়া ঘূর্ণিঝড়ের সময় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে তিন হাজারেরও অধিক লোক আশ্রয় নিয়েছেন। আমরা তাদের মাঝে প্রয়োজনীয় শুকনো খাবার বিতরণ করেছি।
লালমোহনে গাছের আঘাতে যুবক নিহত
২ ডিসেম্বর ১৯৭১: পিছু হটতে থাকে হানাদার বাহিনী
লালমোহনে ইয়াবাসহ এক যুবক আটক
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
ইসি’র সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা রয়েছে : ওবায়দুল কাদের
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ॥ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বাংলাদেশ আইএমও'র কাউন্সিল সদস্য নির্বাচিত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে : অতিরিক্ত সচিব
সকল অপশক্তি মোকাবিলায় ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: এনামুল হক শামীম
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত