অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০


আজ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ভোলার ১০৫টি আশ্রয় কেন্দ্র ও ২টি গ্যাস কূপসহ বিভিন্ন প্রকল্প


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২৩ রাত ১২:১৯

remove_red_eye

১৩৮

মোকাম্মেল মিশু : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মঙ্গলবার ভোলার ১০৫টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র, ২২টি প্রাথমিক বিদ্যালয় ভবন ও ২ টি গ্যাস কূপ,সেতু,বিদ্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস, মুজিব কিল্লা,ষ্টেডিয়াম সহ সারাদেশের ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সাথে ভোলা জেলার বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন। ভোলা জেলার যে সকল প্রকল্পসমূহ উদ্বোধন করবেন সেগুলো হলো: ৪০৯ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে বহুমূখী দুর্যোগ আশ্রয় কেন্দ্র প্রকল্প (এমডিএসপি প্রকল্প) এর আওতায় ১০৫টি দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ প্রকল্প, ১৮ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে “উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ” প্রকল্প এর আওতায় ভোলা জেলার লালমোহন উপজেলাধীন নাজিরপুর-পশ্চিম চর উমেদ ভায়া ফরাশগঞ্জ ইউপি সড়কে ২০২.০৫ মিটার বিশিষ্ট ১টি পিসি ৬নং জঈঈ গার্ডার ব্রীজ নির্মাণ প্রকল্প, ৩০ কোটি ৬৯ লক্ষ টাকা ব্যয়ে ভোলা জেলার বিভিন্ন উপজেলায় ২২টি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ প্রকল্প, ৪ কোটি টাকা ব্যয়ে তজুমদ্দিন সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ প্রকল্প, ৯৩ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের জন্য এমএমএসসিএফডি ক্ষমতা স¤পন্ন প্রসেস প্ল্যান্ট ক্রয় ও স্থাপন প্রকল্প, ৯০২ কোটি ২২ লক্ষ টাকা ব্যয়ে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের জন্য এমএমএসসিএফডি ক্ষমতা স¤পন্ন প্রসেস প্ল্যান্ট ক্রয় ও স্থাপন প্রকল্প, ২টি অনুসন্ধান ক‚প (টবগী-১, ইলিশা-১) এবং ১টি মূল্যায়ন কাম উন্নয়ন ক‚প (ভোলা নর্থ -২) খনন প্রকল্প, ভোলা সদর, ৪১ কোটি ২৩ লক্ষ টাকা ব্যয়ে বোরহানউদ্দিন, চরফ্যাশন উপজেলায় নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশলীর অধিদপ্তর ভোলা জেলার ভবনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বহুমুখী ভবন নির্মাণ প্রকল্প, ১৩ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যায়ে ৫টি মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প ও ৪ কোটি ৯৫ লাখ টাকা ব্যায়ে শেখ রাসেল মিনি স্টোডিয়াম, দৌলতখান নির্মাণ প্রকল্প। একই সময় তিনি সারাদেশের ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন সরকারি স্থাপনার উদ্বোধন করবেন। মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সব সরকারি স্থাপনার উদ্বোধন করবেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ তথ্য বাসস জানিয়েছে। সূত্র জানায়, ২০২২-২০২৩ অর্থবছরে নির্মিত সরকারি স্থাপনার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ১৫-তলা বিশিষ্ট প্রধান কার্যালয়, কক্সবাজারস্থ ১০তলা বিশিষ্ট লিডারশীপ র্ট্রেনিং সেন্টার এবং ৪টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট (পিটিআই)’র নবনির্মিত মাল্টিপারপাস অডিটোরিয়াম। প্রায় ১ হাজার ৯২৮ কোটি টাকা ব্যয়ে ২ হাজার ২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ কাজ স¤পন্ন করা হয়েছে। এ বিদ্যালয়গুলোতে ৬ লক্ষাধিক শিক্ষার্থী নতুন ও আকর্ষণীয় শ্রেণিকক্ষে পাঠ গ্রহণের সুবিধা পাবে। এছাড়া, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক, অভিভাবক কমিটিসহ সংশ্লিষ্ট অংশীজন নবনির্মিত এ বিদ্যালয়সমূহের সুবিধা পাবেন; নবনির্মিত বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ও শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীদের জন্য জেন্ডারের ভিত্তিতে পৃথক ওয়াশ বøক নির্মিত হয়েছে এবং সুপেয় পানির ব্যবস্থা রয়েছে। প্রায় ১০৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ১ লক্ষ ৭৮ হাজার বর্গফুট বিশিষ্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কর্মরত ৫ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর দপ্তর হিসেবে ব্যবহৃত হবে। এতে মাঠ পর্যায়ে ৪ লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর সেবা প্রদান করা সম্ভব হবে। বেইজমেন্ট ও ক্যা¤পাসে ৪৪টি গাড়ি রাখার সুবিধা রয়েছে। প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে কক্সবাজারস্থ ১০তলা বিশিষ্ট লিডারশীপ র্ট্রেনিং সেন্টারে প্রায় ১ লক্ষ ১৪ হাজার বর্গফুট আয়তনের ১০ তলা বিশিষ্ট আন্তর্জাতিক মানের আধুনিক ট্রেনিং সেন্টারটি নির্মাণ করা হয়েছে। নবনির্মিত প্রশিক্ষণ কেন্দ্রটিতে কেন্দ্রীয় ও মাঠ পর্যায়ের সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণের জন্য চাহিদা ভিত্তিক, আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। প্রতি ভবনে ১৬০ জন প্রশিক্ষণার্থীর (৮০জন পুরুষ ও ৮০ জন মহিলা) আবাসনের সুব্যবস্থাসহ প্রশিক্ষণের আধুনিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। সিলেট, বরিশাল, রংপুর ও যশোরে প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে ৪টি পিটিআই এ মাল্টিপারপাস অডিটোরিয়াম নির্মাণ করা হয়েছে। ৩৫০ আসন বিশিষ্ট প্রতিটি অডিটোরিয়ামে আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণসহ শিক্ষা স¤পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সি¤েপাজিয়াম, কর্মশালা ইত্যাদি আয়োজনের ব্যবস্থা রয়েছে। উল্লেখ্য, প্রত্যেক পিটিআই এ প্রতি বছর ২ শতাধিক প্রশিক্ষণার্থী দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করে থাকে। এছাড়াও, সেখানে বিভিন্ন স্বল্প মেয়াদী প্রশিক্ষণ পরিচালিত হয়।





বাবার পাশে ছেলের মতই দায়িত্ব নিয়েছে স্কুলছাত্রী তানজিলা

বাবার পাশে ছেলের মতই দায়িত্ব নিয়েছে স্কুলছাত্রী তানজিলা

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সমন্বয় হবে : ওবায়দুল কাদের

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সমন্বয় হবে : ওবায়দুল কাদের

আমরা চাই বিএনপি টেরোরিস্ট কর্মকান্ড থেকে বেরিয়ে আসুক : তথ্যমন্ত্রী

আমরা চাই বিএনপি টেরোরিস্ট কর্মকান্ড থেকে বেরিয়ে আসুক : তথ্যমন্ত্রী

লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ৫ দিনের মধ্যে ভর্তির নির্দেশ

লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ৫ দিনের মধ্যে ভর্তির নির্দেশ

তারেকের নেতৃত্ব না মানা নেতারা নির্বাচন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেকের নেতৃত্ব না মানা নেতারা নির্বাচন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বই উৎসব পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

বই উৎসব পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সব পদক্ষেপ নেয়া হচ্ছে : মো. আলমগীর

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সব পদক্ষেপ নেয়া হচ্ছে : মো. আলমগীর

জাতির পিতার সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শ্রদ্ধা

মেক্সিকোর বৃহত্তম বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মেক্সিকোর বৃহত্তম বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

পুলিশকে সহায়তায় ১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ

পুলিশকে সহায়তায় ১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ

আরও...