অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


ভোলায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি'র ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৩ রাত ১১:৪৪

remove_red_eye

১২২

মোঃ বেল্লাল নাফিজ : উন্নয়নের জন্য উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি' এই প্রতিপাদ্য নিয়ে ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে গণ প্রকৌশল দিবস ২০২৩ ও ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টায় শহরের যুগীরঘোল ভোকেশনাল রোড অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কার্যালয় থেকে যুগীরঘোল পৌরবালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় আইডিইবি ভোলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি মোঃ ইউনুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ অধ্যক্ষ ভোলা টেকনিক্যাল স্কুল ও কলেজ, সিনিয়র সহসভাপতি ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ভোলার সহকারী প্রকৌশলী সৌরভ আলী, সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্নসম্পাদক ও জয়নগর মাধ্যমিক বিদ্যালযের সহকারী প্রধান শিক্ষক প্রকৌশলী মোঃ মেজবাহ উদ্দিন, বিএডিসির সহকারী প্রকৌশলী ফরিদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বোরহানউদ্দিন উপজেলার সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, টিএসসির চীফ ইন্সট্রাক্টর ও আইডিইবি ভোলা শাখার অর্থ সম্পাদক প্রকৌশলী আনিসুর রহমান, চাকুরী বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনস্টিটিউট ভোলার একাডেমিক ইনচার্জ প্রকৌশলী মোঃ বেল্লাল নাফিজ, প্রচার সম্পাদক ও গণপূর্তের উপসহকারী প্রকৌশলী মোঃ বদিরুজ্জামান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর হাসনাইন হোসেন , প্রমূখ। বক্তারা বলেন, ৫৩ বছর আগে প্রতিষ্ঠিত আডিইবির প্রায় ৫ লাখ সদস্য শিল্প কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রে দেশের উন্নয়নে অবদান রাখছেন। আগামীতেও শিল্প উদ্ভাবন ও উদ্যোক্তা নীতি নিয়ে কাজ করবেন। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী সদস্যবৃন্দ, শিক্ষক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ছাত্র/ছাত্রীবৃন্দ।