অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই মে ২০২৫ | ২৭শে বৈশাখ ১৪৩২


ভোলা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৩ রাত ১১:২৬

remove_red_eye

২১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: কবির হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শহরে চরনোয়াবাদ কালীখোলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে তাকে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। স্থানীয়রা জানান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের নেতৃত্বে কালীখোলা এলাকা থেকে রাত ৮ টার দিকে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী একটি মিছিল বের করে। পুলিশ সেই মিছিল থেকে কবির হোসেনকে গ্রেফতার করে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, নাশকতার মামলায় কবির হোসেনকে পৌরসভার ৫নং ওয়ার্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এর আগে, রাত ৮ টার দিকে ভোলা ইলিশা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় জেলা বিএনপির সদস্য সচিব মোঃ রাইসুল আলমের নেতৃত্বে নেতা-কর্মীরা মশাল জ্বালিয়ে ঝটিকা একটি বিক্ষোভ মিছিল বের করে। অপরদিকে শহরের মহাজনপট্টি এলাকায় সেচ্ছা সেবক দলের সভাপতি খন্দকার আল আমিনের নেতৃত্বে ঝটিকা মশাল মিছিল বের হয়। এসময় তারা আগামী দুই দিনের অবরোধ সর্বাত্মক সফল করার স্লোগান দেন।





আরও...