অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৯শে নভেম্বর ২০২৩ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০


ফ্যাটি লিভারের যে লক্ষণ দেখা দেয় হাতে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৩ বিকাল ০৫:৫১

remove_red_eye

২৮

লিভার শরীরের ৫০০টিরও বেশি কাজের সঙ্গে জড়িত। তাই লিভারে কোনো সমস্যা দেখা দিলে সামগ্রিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়ে। আর ফ্যাটি লিভার হওয়ার মূল কারণ হলো লিভারে অতিরিক্ত চর্বি জমা।

প্রাথমিক পর্যায়ে, ফ্যাটি লিভারের কোনো উপসর্গ টের না পেলেও পরবর্তী সময়ে তা মারাত্মক হতে পারে। অত্যধিক চর্বি জমার কারণে লিভারে স্বাস্থ্যের অবনতি ঘটে।

ফ্যাটি লিভারের সঠিক চিকিৎসা করা না হলে লিভার ফুলে বিশাল আকার ধারণ করে। এর ফলে সিরোসিস হতে পারে, যা ফ্যাটি লিভারের সবচেয়ে উন্নত পর্যায়। আবার সিরোসিস গুরুতর পর্যায়ে পৌঁছে গেলে তা জীবন-হুমকির কারণ হতে পারে।

লিভারে চর্বি জমে তা বড় হতে শুরু করলে শরীরে বিভিন্ন লক্ষণ দেখা দেয়, তার মধ্যে কিছু লক্ষণ ফুটে ওঠে হাতে। আসলে শরীরের প্রায় সব রক্ত লিভারের মাধ্যমে ফিল্টার করা হয়।

মায়ো ক্লিনিকের তথ্য অনুসারে, ফ্যাটি লিভারের সমস্যা বাড়লে সতর্কতা লক্ষণ হিসেবে হাতে দেখা দেয় তিন লক্ষণ-

১. প্রসারিত রক্তনালিগুলোর কারণে হাতের তালুতে লালভাব।

২. যেহেতু লিভার কাজ করার জন্য আরও সংগ্রাম করে, তাই নখ সাদা হয়ে যেতে পারে। বিশেষ করে বুড়ো ও তর্জনী আঙুলের নখ বেশি সাদা দেখায়।

৩. এছাড়া আঙুলের ডগা ছড়িয়ে পড়ে ও স্বাভাবিকের চেয়ে বেশি গোলাকার দেখায়। এটি ঘটে তখনই, যখন অক্সিজেন পরিবহনকারী রক্তনালিগুলো ভালোভাবে কাজ করতে পারে না।

লিভার সিরোসিসের অন্যান্য লক্ষণ

হাতে সতর্কীকরণ চিহ্ন ছাড়াও, লিভার সিরোসিসের আরও কয়েকটি লক্ষণ আছে। যেমন-

১. ক্লান্তি
২. সহজেই রক্তপাত বা ক্ষত
৩. ক্ষুধামান্দ্য
৪. বমি বমি ভাব
৫. পা বা গোড়ালিতে ফোলাভাব
৬. ওজন কমে যাওয়া
৭. ত্বকে শুষ্কতা ও চুলকানি
৮. জন্ডিস
৯. পেট বড় হয়ে যায় তরল জমে
১০. ত্বকে মাকড়সার মতো রক্তনালি দেখা দেওয়া ইত্যাদি।

ফ্যাটি লিভারের কারণ

ফ্যাটি লিভার রোগের লক্ষণ সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি, এই অবস্থার বিকাশের ঝুঁকি বাড়ায় এমন কারণগুলোও নোট করতে হবে।

এর মধ্যে আছে স্থূল বা অতিরিক্ত ওজন, টাইপ ২ ডায়াবেটিস থাকা, ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা, কম থাইরয়েড, উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, মেটাবলিক সিনড্রোম (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও স্থূলতার সংমিশ্রণ), ৫০ বছরেরও বেশি বয়স, ধূমপান, মদ্যপান ইত্যাদি। সুস্থ থাকতে এসব অভ্যাস এখনই ত্যাগ করুন।

সুত্র জাগো

 





বাবার পাশে ছেলের মতই দায়িত্ব নিয়েছে স্কুলছাত্রী তানজিলা

বাবার পাশে ছেলের মতই দায়িত্ব নিয়েছে স্কুলছাত্রী তানজিলা

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সমন্বয় হবে : ওবায়দুল কাদের

পরিস্থিতি পর্যবেক্ষণ করে শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির বিষয় সমন্বয় হবে : ওবায়দুল কাদের

আমরা চাই বিএনপি টেরোরিস্ট কর্মকান্ড থেকে বেরিয়ে আসুক : তথ্যমন্ত্রী

আমরা চাই বিএনপি টেরোরিস্ট কর্মকান্ড থেকে বেরিয়ে আসুক : তথ্যমন্ত্রী

লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ৫ দিনের মধ্যে ভর্তির নির্দেশ

লটারিতে স্কুল পাওয়া শিক্ষার্থীদের ৫ দিনের মধ্যে ভর্তির নির্দেশ

তারেকের নেতৃত্ব না মানা নেতারা নির্বাচন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

তারেকের নেতৃত্ব না মানা নেতারা নির্বাচন করবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বই উৎসব পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

বই উৎসব পেছাতে পারে: শিক্ষামন্ত্রী

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সব পদক্ষেপ নেয়া হচ্ছে : মো. আলমগীর

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সব পদক্ষেপ নেয়া হচ্ছে : মো. আলমগীর

জাতির পিতার সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শ্রদ্ধা

জাতির পিতার সমাধিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর শ্রদ্ধা

মেক্সিকোর বৃহত্তম বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মেক্সিকোর বৃহত্তম বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ

পুলিশকে সহায়তায় ১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ

পুলিশকে সহায়তায় ১০ হাজার আনসার মোতায়েনের নির্দেশ

আরও...