বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০২৩ রাত ১১:২০
৫২
মলয় দে : ভোলায় নানা আয়োজন পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস। এই দিবসটি উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পতাকা উত্তোলনের বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ভোলা জেলা সমবায় ইউনিয়নের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ,জেলা প্রশাসক আরিফুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান ও সমবায় ব্যাংক এর ব্যবস্থাপনা কমিটির সভাপতি জহুরুল ইসলাম নকিব। এছাড়াও উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম, ভোলা রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ অন্যান্যরা।
এ সময় সমবায় সমিতি শেয়ার ও সঞ্চয়ের মাধ্যমে পুঁজিগঠন, বিনিয়োগ, কর্মসংস্থান, উৎপাদন, বিপণন প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে মানুষ তাদের নিজেদের ভাগ্য উন্নয়নসহ সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বলে জানান বক্তারা।
লালমোহন প্রতিনিধি জানান \ লালমোহনে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা প্রশাসন ও সমবায় কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শুরুতে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বিভিন্ন সমবায়ী সংগঠন ও সমবায়ীদের উপস্থিতিতে উপজেলা চত্ত¡রে র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্ব এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম আজাদ ও বিভিন্ন সমবায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
তজুমদ্দিন প্রতিনিধি জানান \ সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে তজুমদ্দিন উপজেলা সমবায় দপ্তর আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি পরবর্তি আলোচনা সভা অনু্ষ্িঠত হয়েছে।
শনিবার (০৪ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০:৩০ টার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীবৃন্দের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সমাবেত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ভোলা -৩ এর সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্ত মো: আবদুল জব্বার, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক ফরহাদ হোসেন, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম নয়ন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সদস্য রুবেল চক্রবর্তী, সাংবাদিক মহিবুল্যাহ ফিরোজ ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় অফিসের স্টাফ, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।
লালমোহনে গাছের আঘাতে যুবক নিহত
২ ডিসেম্বর ১৯৭১: পিছু হটতে থাকে হানাদার বাহিনী
লালমোহনে ইয়াবাসহ এক যুবক আটক
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী
ইসি’র সিদ্ধান্তে আওয়ামী লীগের আস্থা রয়েছে : ওবায়দুল কাদের
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ॥ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
বাংলাদেশ আইএমও'র কাউন্সিল সদস্য নির্বাচিত
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে : অতিরিক্ত সচিব
সকল অপশক্তি মোকাবিলায় ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে: এনামুল হক শামীম
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত