অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


জাতীয় চার নেতা ইতিহাসের মহামানব ও শ্রেষ্ঠ সন্তান : তোফায়েল


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৩ রাত ১০:৪০

remove_red_eye

১৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জেল হত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রবীন রাজনীতিবিদ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য,সাবেক মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, জাতীয় চার নেতা ইতিহাসের মহামানব ও ইতিহাসে তারা শ্রেষ্ঠ সন্তান। ষড়যন্ত্র করে  কারাগারের অন্ধকার প্রকষ্টে ৪ মহান নেতাকে হত্যা করা হয়েছিলো। এ সময় তাদের আতœার মাগফেরাত কামনা করেন । জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার সকালে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় ঢাকা থেকে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সহসভাপতি এডভোকেট জুলফিকার আহমেদ,  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু,   উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু ছায়েম সম্পাদক আক্তার হোসেনসহ দলীয় নেতারা। এ সময় জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক সফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক সামসুদ্দিন সামসুসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।