অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


ভোলায় অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার প্রধান আসামী গ্রেফতার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২৩ রাত ১০:৩৪

remove_red_eye

২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অটোরিকশা চালক শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার ঘটনার প্রধান আসামী আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে শহরের প্রেমরোড থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকাÐে ব্যবহৃত একটি ছুড়ি।

ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির জানান, গত ২৯ অক্টোবর সদর উপজেলার ইলিশা সড়কে অটোরিকশা চালক শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যার পর তার রিকশাটি ছিনিয়ে নেয় গ্রেফতারকৃত আমিরুল সহ ৩জন। বুধবার সকালে সাগর নামের এক আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার প্রধান আসামী আমিরুল ইসলামকে বৃহস্পতিবার সকালে শহরের চরনোয়াবাদ এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে।   
উল্লেখ্য ,২৯ অক্টোবর সন্ধ্যার পর ৩ জন যাত্রী সেজে শফিকুল ইসলামের অটোরিকশাতে উঠেন। পথিমধ্যে তাকে কূপিয়ে জখম করে রিকশাটি ছিনিয়ে নেয়। হাসপাতাল নেয়ার পথে শফিকুলের মৃত্যু হয়।