অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


ভোলায় দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ


হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৩ রাত ০৮:২৫

remove_red_eye

৪৭

হাসনাইন আহমেদ মুন্না :  ভোলা জেলার উপজেলা সদরে জনসম্পৃক্তকরণ, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন’র উদ্যেগে শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহসহ) প্রতিরোধের জন্য সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্প’র আওতায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রকল্প সমন্বয়কারী রেখা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাদিয়া, উপজেলা শিক্ষা অফিসার মো: জাহাঙ্গির হোসেন, উপজেলা পরিসংখ্যান অফিসার মো: মহিউদ্দিন, জেলা আইসিটি অফিসার মো: অরিফুর রহমান প্রমূখ।
এসময় বক্তারা বলেন, একজন মানুষের আচরণের ক্ষেত্রে তার সংস্কৃতি, আচার, বিশ^াস, চর্চা ইত্যাদী পরিলক্ষিত হয়ে থাকে। তাই আমাদের সামাজিক নেতিবাচক আচরণের পরিবর্তনের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন সম্ভব। আর এই পরিবর্তন আনায়নের মাধ্যমে শিশুদের উন্নয়নে কাজ করে। এ ক্ষেত্রে সমাজের দায়িত্বশীল সকলের অংশগ্রহণ নিশ্চিত ও সচেতনতা বৃদ্ধি করতে হবে।
প্রশিক্ষণে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা ছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, কাজীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।