অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


ভোলায় অটোচালককে কুপিয়ে হত্যা অভিযোগে ১জন গ্রেপ্তার


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৩ রাত ০৮:২৩

remove_red_eye

৭১

মলয় দে : ভোলায় শফিকুল ইসলাম নামে এক অটোচালক কে হত্যার অভিযোগে সাগর (২৫) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে পুলিশের  একটি টিম বিশেষ অভিযান চালিয়ে আটককৃত আসামী সাগর কে গ্রেফতার করেছে।
ভোলা অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার বুধবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে জানান, গত ২৯ অক্টোবর সন্ধ্যার পর সাগর সহ আরো ২ জন অটোচালক শফিকুল ইসলাম কে ভোলা সদর উপজেলার রাজাপুর এলাকায় নিয়ে যাওয়ার জন্য ভাড়া করে।পথিমধ্যে ইলিশা ব্যারিস্টার কাচারি এলাকায় একটি নির্জন জায়গায় অটোর রিকশাটি থামিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ  অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে ভোলার রাজাপুর ইউনিয়ন থেকে সাগর কে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের আরো জানান,গ্রেফতারকৃত আসামী সাগর প্রাথমিক জিজ্ঞাসা বাদে  এই হত্যা কান্ডের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেন।
এই ঘটনার সাথে অপর দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।