অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


ভোলা জাতীয় যুব দিবস পালিত


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১লা নভেম্বর ২০২৩ দুপুর ০২:০৮

remove_red_eye

১৪৭

ইসতিয়াক আহমেদ: স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য ভোলায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

পরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর ভোলা এর উপপরিচালক মো: রোকন উদ্দিন ভূঞা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোমিন টুলু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রিপন কুমার সাহা,যুব উন্নয়ন অধিদপ্তর ভোলা এর সহকারী পরিচালক নাছির উদ্দীন, ডাটা এন্ট্রি অপারেটর মিজানুর রহমান, প্রশিক্ষক (কম্পিউটার) মোঃ মোতাহার হোসেন, প্রশিক্ষক (পোষাক) রোকসানা বেগম, ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ রিয়াজ উদ্দিন প্রমুখ।

এ সময় ৫ জন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবককে ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয় এবং যুব পুরস্কারের জন্য নির্বাচিত ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ওসমান গনি এর নাম ঘোষনা করা হয় তিনি পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে পুরস্কার গ্রহণ করবেন।