অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


ভোলায় মদন মোহন মন্দিরে দেশের শান্তি ও মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৩ রাত ১০:৫০

remove_red_eye

৩৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার জেলার কেন্দ্রীয় মন্দির  মদন মোহন পূজা মন্ডপ চত্বরে মহা অষ্টমীর অঞ্জলী শেষে   দেশের শান্তি পরিবেশ ও মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনায় অংশ নেন কয়েক হাজার হিন্দু ধর্মালম্বীরা। প্রার্থনা পরিচালনা করেন পূরোহীত স্কুল শিক্ষক চন্দ্র শেখর ব্র²চারী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার,  পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ,   প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু,  জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম সাহা, মন্দির কমিটির সভাপতি সহকারী অধ্যাপক রাম কৃষ্ণ বনিক, ওই মন্দির কমিটির সম্পাদক বিপ্লব পাল কানাইসহ বিভিন্ন পূজা কমিটির নেতারা। কম পক্ষে ১০ হাজার ভক্ত সমাগম ঘটে। ফলে তিন ধাপে অঞ্জলী ও প্রার্থনার অনুষ্ঠান সম্পন্ন করতে হয় পুরোহীতকে। পরে সকলের মধ্যে সবজি প্লাই প্রসাদ বিতরণ করেন পূজা ও মন্দির কমিটি।   হিন্দু ধর্মালন্বী নরনারীরা সুচিশুদ্ধ পোষাকে সকাল ৮টা থেকে ভিড় জমান মন্দির চত্বরে। সকাল পোনে ১০টায় অনুষ্ঠান শুরু হয়। অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে একটি টিম প্রতি পূজা-মন্ডপ পরিদশণকালে মতবিনিময়ে অংশ নেন। এ সময় সাবেক মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানানো হয়। জেলায় এ বছর ১১৭টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব চলছে। আজ তৃতীয় দিনে মহা অষ্টমীর পূজা শুরু হয়েছে । প্রতিপূজা মন্ডপেই আরতি প্রতিযোগিতাসহ নানা আয়োজন রয়েছে। পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান জানান, তিনি গভীর রাতেই পূজা মন্ডপ পরির্দশন করছেন। তার পুলিশ বাহিনী প্রতি মন্ডপে দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।