অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩রা ডিসেম্বর ২০২৩ | ১৯শে অগ্রহায়ণ ১৪৩০


ভোলার মেঘনায় নিষেধাজ্ঞার অমান্য করে মাছ ধরায় ৪ জেলে গ্রেফতার।। জাল ও মাছ জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২৩ রাত ১০:৪১

remove_red_eye

১৯০

মোঃ আমির হোসাইন ,রাজাপুর: ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে, ইলিশ মাছ ধরার অপরাধে ৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। গত শুক্রবার রাত থেকে  শনিবার সকাল পর্যন্ত  ইলিশার মেঘনা নদীতে অভিযান  চালিয়ে তাদের কে আটক করে‌ চলমান মামলায় জেলে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন, ভোলা সদর উপজেলার  রাজাপুর ইউনিয়নের  দক্ষিণ রাজাপুর গ্রামের মোঃ জসিম (২৮)  , মেহেন্দিগঞ্জ উপজেলার  উলানিয়া ইউনিয়নের সুলতানি গ্রামের মোঃ হজরত আলী (৪২) , আনোয়ার হোসেন (৩৫)  মোঃ ইব্রাহিম বেপারি (২২) ।
ইলিশা নৌ-থানার ওসি মোঃ আক্তার হোসেন বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে, মেঘনা নদীতে মাছ ধরার সময় তাদের কে আটক করা হয়েছে।  
এসময় তাদের কাছ থেকে ১৫কেজি মা ইলিশ ও ১২ শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। পরে মাছ গুলো আঞ্জুমান  মফিজুল মাদ্রাসায় বিতরণ করা হয়।