বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২৪
২৮৭
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি সুযোগের সন্ধানে আছে কিভাবে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টি করা যায়। আমরা এই সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে সর্বদা প্রস্তুত আছি।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সন্ত্রাসী সংগঠন শিবিরকে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামিয়ে কয়েকদিন আগে তারা সেই মহড়া দিল। সনাতনী ধর্মাবলম্বীদের বলতে চাই আপনারা ভয় পাবেন না এদের বিরুদ্ধে অতীতেও আমরা যখন রুখে দাঁড়িয়েছি তারা তখন লেজ গুটিয়ে পালিয়েছে। আপনাদের শুধু সচেতন থাকতে হবে, সবার চোখ-কান খোলা রাখতে হবে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম-৯ আসনের ১৩৫ পূজাম-পে অনুদান প্রদান উপলক্ষে আজ শনিবার দুপুরে নগরীর ওয়াসা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিটি ম-পে দশ হাজার টাকা করে মোট ১৩ লক্ষ ৫০ হাজার টাকা দেয়া হয়।
সনাতনী ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে-নির্ভয়ে শারদীয় দুর্গোৎসব পালনের অনুরোধ জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, আপনারা যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করুন। আপনাদের সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা করেছেন। তিনি আইন-শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন স্থানীয় পূজা কমিটির সাথে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে। আমাদের সাড়ে ১৬ কোটি বাঙালিকে মাতৃরূপে আগলে রেখে নেতৃত্ব দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি যাতে সুস্থ থাকেন, নিরাপদে এবং সকল চক্রান্তকে পরাজিত করে আগামী দিনেও আমাদের নেতৃত্ব দিতে পারেন সেই প্রার্থনা দেবী দুর্গার কাছে করার জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো। বঙ্গবন্ধু কন্যা সুস্থ থাকলে, নিরাপদ থাকলে বাংলাদেশের মানুষ নিরাপদ থাকবে। তিনি নেতৃত্ব দিলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে।
সনাতনী সংগঠনের নেতাদের রাজনৈতিক কোন্দলে না জড়াতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, রাজনীতিবিদদের মাঝে অনেক প্রতিযোগিতা আছে। সেই প্রতিযোগিতায় সামিল হয়ে দলাদলিতে না জড়ানোর জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো।
চট্টগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচাযর্রে সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের শিক্ষা ও গবেষণা সম্পাদক রাহুল দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, উপ-প্রচার সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ শহীদুল আলম, উপ-দপ্তর সম্পাদক কাউন্সিলর জহর লাল হাজারী, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তপন দাশ।
সুত্র বাসস
লালমোহনে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও স্মৃতি চারন অনুষ্ঠান অনুষ্ঠিত
লালমোহনে চালককে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেল দুর্বৃত্তরা
বিদায় ২০২৫, স্বাগতম ২০২৬
মনপুরায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া
খালেদা জিয়ার বিশ্বস্ত ছায়াসঙ্গী ফাতেমা এখন ‘একা’
মায়ের কবরে তারেক রহমানের শ্রদ্ধা
ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশিসহ বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান
অশ্রুসিক্ত বিদায়: নজিরবিহীন জনসমুদ্রে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক