অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির দাবি আদায়ে কর্মবিরতি পালণের ঘোষণা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:০৮

remove_red_eye

৩৮৪



এম ছিদ্দিকুল্লাহ : ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদন্নোতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ নানা দাবি আদায়ে ভোলায় সংবাদ সম্মেলন করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।  মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভোলা প্রেসক্লাব হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বিসিএস সাধারন শিক্ষা সমিতি ভোলার সাধারন সম্পাদক  মোঃ ফরিদুজ্জামান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে  জানানো হয়, উপজেলা, জেলা অঞ্চলে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর, অধিদপ্তর ও প্রকল্পসমূহ পরিচালনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ, বিসিএস সাধারন শিক্ষা আইন ১৯৮০ মোতাবেক দেশের প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা স্তরের শিক্ষা পরিচালনা করতে হবে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কোন কারণ ছাড়াই পদোন্নতি বন্ধ আছে দুই বছর। বাংলাদেশের প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সার্বিক শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হয়। কিন্তু দীর্ঘদিনেও শিক্ষা ক্যাডারকে বিশেষায়িত পেশা হিসেবে গড়ে তোলা হয়নি। বঞ্চনা ও বৈষম্যের মাধ্যমে এ পেশার কার্যক্রমকে সংকুচিত করা হয়েছে।যার মধ্যে বাংলাদেশের মোট ২৮টি ক্যাডারের মধ্য শিক্ষাও একটি ক্যাডার। তবে এ ক্যাডারের তালিকাভুক্ত পদগুলো শিক্ষকদের না দিয়ে অন্য দপ্তরের ক্যাডারগন দখল করে নিচ্ছেন। যা ক্যাডার সংবিধানের পরিপন্থী।এছাড়াও প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের শিক্ষা ক্যাডারের তফসিলভুক্ত ৫১২টি পদে অন্য ক্যাডারদের পদায়ন করার জন্য ইতোমধ্যেই নিয়োগ বিধি চুড়ান্ত করেছে যা সু¯পষ্টভাবে শিক্ষা ক্যাডারের অস্তিত্বের ওপর আঘাত।
গত দুই বছর ধরে শূন্য পদের অজুহাতে শিক্ষা ক্যাডারদের পদন্নোতি বন্ধ রাখা হয়েছে।  যার ফলে শিক্ষা ক্যাডারগন তাদের প্রাপ্য অধিকার ও সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। অন্য কাডারে পঞ্চম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদন্নোতির সুযোগ থাকলেও শিক্ষা ক্যাডারে সর্বোচ্চ অধ্যাপক পদটি চতুর্থ গ্রেডের। তাই শিক্ষা ক্যাডারে পঞ্চম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদন্নোতির সুযোগ নেই।
অন্য ক্যাডারগন সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিচালনা করলেও শিক্ষা মন্ত্রনালয় পরিচালনা করছেন অন্য ক্যাডারগন। এ ক্ষেত্রে শিক্ষা ক্যাডার দ্বারাই শিক্ষা মন্ত্রনালয় পরিচালনা করতে হবে। এক কথায় বিসিএস শিক্ষা ক্যাডারগন সকল দিক থেকেই বৈষম্যের শিকার হচ্ছেন।


কিন্তু দীর্ঘদিন ধরে এসকল দাবি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে তা কোনো কাজে আসছে না।
এই মূহুর্তে শিক্ষা ক্যাডারে পদোন্নতিযোগ্য কর্মকর্তার সংখ্যা ৭ হাজারের বেশি। এর মধ্যে অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য ১২০০ জন। সহযোগী অধ্যাপক পদোন্নতি যোগ্য ৩০০০ জন, সহকারি অধ্যাপক পদে পদোন্নতি যোগ্য কর্মকর্তা আছেন প্রায় ৩০০০ জন। এই কর্মকর্তাদের পদোন্নতি। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন খুবই জরুরি। বর্তমান সরকারি কলেজসহ শিক্ষা প্রশাসনে কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তার সংখ্যা মাত্র ১৬ হাজার। শিক্ষার মতো এত গুরুত্বপূর্ণ একটি খাতে ১২৪৪৪ টি পদ সৃজনের প্রস্তাব আটকে আছে দীর্ঘ ৯ বছর।  শিক্ষার মতো ক্যাডারে ৪র্থ প্রেডের উপর কোন পদ নেই। অন্য ক্যাডার কর্মকর্তারা পঞ্চম গ্রেড হতে তৃতীয় গ্রেডে পদোন্নতি পান। কিন্তু শিক্ষা ক্যডারে সর্বোচ্চ পদ অধ্যাপক পদটি চতুর্থ গ্রেড হওয়ায় শিক্ষা ক্যাডারের পঞ্চম গ্রেড হতে তৃতীয় গ্রেডে পদোন্নতির সুযোগ নেই। চতুর্থ গ্রেডেই আটকে থাকছেন। অধ্যাপক পদটি তৃতীয় প্রেডে উন্নীত করা। এসময় সরকারের প্রতি ন্যায্য  দাবি মেনে নেওয়ার আহবান জানানো হয়। তাই ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, যথাসময়ে পদন্নোতি, নতুন পদ সৃজন, স্কেল আপগ্রেডেশন ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনে দাবি জানান তারা।এ সকল দাবি আদায়ে আগামী ০২ অক্টোবর সারাদেশে এক দিনের কর্মবিরতি পালন করবেন তারা। ন্যায্য দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের পালন করা হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ভোলা জেলার সভাপতি ও ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল গফুর, সহসভাপতি ও সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইস্রাফিল, বিসিএস সাধারন শিক্ষা সমিতি ভোলা জেলা ইউনিট এর সাধারন সম্পাদক ও সরকারি শেখ ফজিলাতুন নেসা মহিলা কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফরিদুজ্জামান ,প্রফেসর অমিত পার্থ দাস প্রমূখ।
এসময় ভোলা সরকারী কলেজের ভাইস পিন্সিপাল প্রফেসর  এনায়েতুল্লাহ, ভোলা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যপক প্রফেসর মোহাম্মদ উল্লাহ স্বপন,  ভুগোলের সহকারী অধ্যপক মাহবুব আলম, ফজিলাতুন নেসা মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যপক হুমায়ন কবির সহ অন্যন্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।





মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আরও...