অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


বেসিক ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:২২

remove_red_eye

৮৮

শতভাগ রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমের সভাপতিত্বে এজিএম অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের ২০২২ সালের আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো. আনিসুর রহমান সভায় স্বাগত বক্তব্য দেন। সরকারের প্রতিনিধি হিসেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, পরিচালনা পর্ষদের সদস্য ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান, শামীম আহম্মেদ, মো. এম. লতিফ ভূঞা ও মো. রফিকুল ইসলাম, কোম্পানি সচিব মো. হাসান ইমাম এবং ব্যাংকের অডিট ফার্ম মেসার্স খান ওয়াহাব শফিক রহমান এন্ড কোম্পানির প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন। 
ব্যাংকের চেয়ারম্যান তাঁর বক্তব্যে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং সেটা বাস্তবায়নের মাধ্যমে ব্যাংককে আর্থিকভাবে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

সুত্র বাসস