মলয় দে
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৩৩
৩৬৯
মলয় দে : ভোলায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। বুধবার ৬ সেপ্টেম্বর বিকেলে ঢাকা থেকে ভার্চুয়্যালী যুক্ত হয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য , ভোলা-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমরা হিন্দু , মুসলিম, খ্রিষ্টান , বৌদ্ধ সবাই মিলে ঐক্যব্ধ থেকে অস্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। অস্প্রদায়িক চেতনা নিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। এই সম্প্রীতি যেন কেউ বিনষ্ট করতে না পারে এ জন্য সবাইকে সর্তক থাকতে হবে। ঐক্যব্ধ থাকার আহবান জানান তিনি।
এদিকে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিকালে ভোলা প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে জেলার বিভিন্ন মন্দির থেকে আসা ভক্তরা তাদের নিজস্ব ব্যানারে শোভাযাত্রায় স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন। রংবেরঙের প্লাকার্ড,ফেস্টুনে শোভাযাত্রাটি অতুলনীয় সাজে রূপ নেয়। বিগত বছর গুলোতে এই দিনটিতে ইসকন মন্দিরের ভক্তরা পৃথকভাবে তাদের শোভাযাত্রা বের করলেও এবছর জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে জেলার মূল শোভাযাত্রায় তারা অংশ নেয়।প্রশাসনিক,রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে সম্প্রীতির বন্ধন অটুট রেখে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।পুরোটা সময় আইন শৃঙ্খলা বাহিনীদের নিরাপত্তার বলয়ে ঢাকা ছিলো।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোরাঙ্গ চন্দ্র দে’র সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক মাঃ সফিকুল ইসলাম। শোভাযাত্রা বের হওয়ার পূর্বমূহুর্তে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসন বিপ্লব বিভিন্ন মন্দির থেকে আগত সকল ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে,সাবেক পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘােষ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভােকট স্বপন কুমার দে, জেলা পূজা উদযাপন পরিষদর সম্পাদক অসীম সাহা, মদন মােহন মদির কমিটির সভাপতি রাম কৃষ্ণ বনিক, সম্পাদক বিপ্লব পাল কানাই প্রমুখ।
সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। পাপভার থেকে পৃথিবীকে মুক্তি দিতে ও সাধু-সন্ন্যাসীদের পরিত্রাণের জন্য মর্ত্যে আর্বিভাব হয়েছিল বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ।ভাদ্রমাসের রোহিনী নক্ষত্র অবস্থিত অষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের আর্বিভাব তিথি হিসেবে চিহ্নিত হয়। শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী হিসেবে পরিচিত।অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন।
তজুমদ্দিন প্রতিনিধি জানান \ ভোলার তজুমদ্দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মঅষ্টমি পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সহযোগিতায় এক মঙ্গল শোভা যাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলার সকল মন্দিরের সদস্য ও সনাতনী ভক্তরা প্রথমে উপজেলার পশ্চিম পাড়া হরি মন্দির এসে মিলিত হয়।পরে সেখান থেকে এক বর্ণাঢ্য রেলি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে তা পশ্চিম পাড়া হরি মন্দিরের শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা পূজা পরিষদের সভাপতি বাবু রুমপ চন্দ্র দের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন ভোলা ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৩ নং চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম শহিদুল্লাহ কিরণ,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি বাবু বিধু ভূষণ রায়, সাধারণ সম্পাদক বীরেন চন্দ্র নন্দী, উপজেলার প্রিয়নাথ গোস্বামী জিউর মন্দিরের সভাপতি বাবু মন্টুলাল বিশ্বাস,উপজেলা পূজা পরিষদের সাবেক সভাপতি বিমল বিশ্বাস, সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস।
আলোচনা শেষে উপস্থিত সকল ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হয় এবং দিনব্যাপী নানা অনুষ্ঠানের আযে়াজন করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিঠুল চন্দ্র সিং।
মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন
মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার
ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল
ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর
ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১
লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত
ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহনে সফল বরই চাষি
ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল
সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক