অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


ভোলার মেঘনায় মাছধরা নৌকার ওপর উঠিয়ে দিলো কার্গো জাহাজ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৩১

remove_red_eye

২৪৮






মোঃ আমির হোসাইন : মাছ ধরার জন্য  নৌকা নিয়ে ভোলার মেঘনা নদীতে গিয়েছিলেন দুই জেলে। বিকাল ৩টার সময় তাঁরা নদীতে জাল পাতেন। সন্ধ্যার আগে মাছ ধরা শুরু করেন। অন্ধকার হয়ে গেলে একটি কার্গো জাহাজ নৌকার ওপর উঠিয়ে দেয়। তারা ইশারা দিলেও শোনেনি। এক পর্যায়ে নৌকা ডুবে গেলে তারা দুই জন লাফ দিয়ে অল্পের জন্য প্রানে বেঁচে গেলেন।  মঙ্গলবার সন্ধ্যা ৬ টার সময় মেঘনা নদীর ভোলা বাংতির খাল এলাকায় এ ঘটনা ঘটে।
 মোঃ হাসান মাঝি  ও মোঃ কালু সর্দার  জানান, আল্লাহ তায়ালা আমাদের কে বাঁচিয়েছেন। নৌকাটি ভেঙে গিয়েছে। নৌকার মালামালনদীতে  ভেসে গিয়েছে। আমারা নদীতে বাসাতে ছিলাম। আমাদের এলাকার ইমান মাঝিকে দেখে ইশারা দিলে তারা আমাদের কে তাদের নৌকায় উঠায়। তাদের  বাড়ি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে। এব্যাপারে  ইলিশা নৌ -থানার ওসি মোঃ আক্তার হোসেন জানান, আর জেনো এ রকম দুর্ঘটনা না ঘটে, আমারা নদীতে করা নজর দারী রাখবো।