বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৩৯
৫৮
মলয় দে : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী পালন কালে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। তারা দাবী করেন, গুরুতর ৩ জনজন সহ প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। শুক্রবার ১লা সেপ্টেম্বর সন্ধ্যায় ভোলায় জেলা বিএনপি'র সদস্য সচিব রাইসুল আলম'র অফিস কক্ষে বোরহানউদ্দিন উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক সরোয়ার আলম খান এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিকদের সামনে এমন অভিযোগ তুলে ধরেন।
তার লিখিত বক্তব্যে তিনি বলেন,বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে কেক কাটা,আলোচনা সভা শেষে শোভাযাত্রা হওয়ার কথা পূর্ব নির্ধারিত ছিলো। এ বিষয়ে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের কে জানানো হয়েছিলো।কর্মসূচীর দিন সকাল ১০ টায় কেক কাটার পর সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এর পর উপজেলা রোডের দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি কিছুদূর যেতেই পুলিশের বাধার সম্মুখীন হয়ে পুলিশের নির্দেশ অনুযায়ী সেখানেই অবস্থান নেয়।কিছু সময় অতিবাহিত হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বোরহানউদ্দিন থানার গেটে অবস্থান নেয়।পরে পুলিশের উপস্থিতিতে বোরহানউদ্দিন উপজেলা যুবলীগ সভাপতি তাজু কমিশনার, কামাল কমিশনার,জোয়েব কমিশনার, কামাল পন্ডিত ও জুয়েল মেম্বারের নেতৃত্বে অতর্কিত হামলা চালায়। এছাড়াও সাবেক মেয়র এবং পৌর বিএনপির সভাপতি সাইদুর রহমান মিলনের বাসায় বোমা হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন। হামলায় বাসার গøাস ভেঙ্গে তার বড় ছেলে মেহেদী হাসান সাগর গুরুত্বর আহত হয়।এই হামলায় প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়।এদের মধ্যে ৩ জন গুরুত্বর আহত হয়ে বোরহানউদ্দিন উপজেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,এ ঘটনায় থানায় কোনো অভিযোগ করা হয় নি। তবে জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে আইনী সিদ্ধান্ত গ্রহন করা হবে। এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহবায়ক কবির হোসেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সহ সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী, কাজী মঞ্জুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মিয়া,সাংগঠনিক সম্পাদক কাজী শহীদুল ইসলাম নাছিম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির,উপজেলা শ্রমিক দলের সভাপতি আলামগীর মাতাব্বর,মৎস্যজিবী দল সভাপতি ফরিদ নকতি,পৌর যুবদল সভপতি হেলাল মুন্সি, উপজেলা তরুনদল সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর,পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য মাহাবুব পন্ডিত ও পৌর ছাত্রদল সহ সভাপতি ফরহাদ চৌধুরী। জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম অভিযোগ করেন, বোরহানউদ্দিন ছাড়াও দৌলতখান,তজুমুদ্দিন এবং চরফ্যাশনে ও এই হামলার ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে বোরহানউদ্দিন পৌরসভা ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ নেতা জোয়েব হাসান পাল্টা অভিযোগ করে জানান, বিএনপির নেতাকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করছেন। আর আওয়ামী লীগের নেতাকর্মীরা থানার মোড়ে শান্তি সমাবেশ করছিলেন। এ অবস্থায় বিএনপির নেতাকর্মীরা সেখানে এসে তাদের ওপর হামলা করলে তারা তা প্রতিহত করেন। এতে উভয় পক্ষের লোকজন আহত হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার থাকার কথা কারাগারে : তথ্যমন্ত্রী
মির্জা ফখরুল খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যা বলেছেন তা মিথ্যা ও ভিত্তিহীন : আইনমন্ত্রী
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে পরমাণু জ্বালানি হস্তান্তর অনুষ্ঠান কাল
সুস্থ ও আলাদা হয়ে বাড়ি ফিরল জোড়া লাগানো ওমর ফারুক ও আবু বকর
যুবসমাজের সম্ভাবনা বিকাশে সরকার কাজ করছে : স্থানীয় সরকার মন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে সারাবাংলা-৮৮ ফাউন্ডেশনের মশারী বিতরণ
সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে
উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হচ্ছে ভারত বিশ্বকাপ
মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলায় ব্যাংক কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
ভোলায় উপজেলা চেয়ারম্যানসহ আরো ১০ জন করোনা আক্রান্ত
উৎসবের ঋতু হেমন্ত কাল