অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


ভোলায় সাড়ে ৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৩ রাত ১০:২১

remove_red_eye

২০৮

ভোলায়  সাড়ে লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। শনিবার (২৬ আগষ্ট) সকালে কোষ্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা অভিযান চালিয়ে ভোলা বাসস্ট্যান্ড থেকে জাল জব্দ করা হয়।

কোষ্টগার্ড দক্ষিণ জোনের কন্টিনজেন্ট কমান্ডার মো. মেহেদী হাসান তথ্য নিশ্চিত করে জানান, কোষ্টগার্ড দক্ষিণ জোন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ভোলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে তল্লাশি করে সাড়ে লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এরপর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সাথে সমন্বয় করে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।