অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই আগস্ট ২০২৩ রাত ১১:৪৫

remove_red_eye

৬৮১

মলয় দে।। ভোলার স্বনামধন্য বিদ্যাপীঠ ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সমসাময়িক বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে ২ দিন ব্যাপী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গল ও বুধবার( ৮ ও ৯ই আগস্ট) বিদ্যালয়টির মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়। ১ম দিন দশম শ্রেনির ও শেষের দিন নবম শ্রেনির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই ২ দিন দিবা শিফটের অভিভাবকদের সাথে সকাল ১০টা থেকে ১২ টা এবং প্রভাতি শিফটের অভিভাবকদের সাথে বেলা ১২ টায় ৩০ থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই সমাবেশ। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সদ্য পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে দিবা শিফটের সিনিয়র শিক্ষক মোঃ জামাল উদ্দিন, কামরুজ্জামান,হুমায়ুন করির,সহকারি শিক্ষক কামরুল ইসলাম,প্রভাতি শিফটের নাজমুল হায়াৎ সহ অন্যান্য স্কুলের শ্রেনি শিক্ষকদের সাথে নিয়ে এ সমাবেশ পরিচালনা করা হয়। জানা যায়, অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি স্কুলে অনুপস্থিতি, স্কুল পালানো সহ আরো অন্যান্য বিষয়ে নিয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করা হয়।আসন্ন ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের অভ্যন্তরীন ফলাফল কিভাবে আরো ভালো করানো যায় সেই লক্ষ্যেই এই অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। ২ ঘন্টার অধিক এই সমাবেশে প্রত্যেক শ্রেনি শিক্ষক তার স্ব- স্ব শ্রেনির প্রত্যেক ছাত্রের গত কয়েক মাসে বিদ্যালয়ে উপস্থিতির সংখ্যা ও কত দিন বিদ্যালয় থেকে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষকদের না জানিয়ে স্কুল ত্যাগ করেছে তার বিবরণী অভিভাবকদের সামনে তুলে ধরেন।একই সাথে বিদ্যালয়ে অনুষ্ঠিতব্য দশম শ্রেণির প্রাক নির্বাচনী ও নবম শ্রেণির অর্ধ বার্ষিক পরীক্ষায় যারা অকৃতকার্য হয়েছে তাদের অভিভাবকদের হাতে মার্কশীট তুলে দেন। সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন,একজন শিক্ষার্থীর ভালো ফলাফল অর্জনে শিক্ষক ও অভিভাবক এই দুইয়ের গুরুত্বই অপরিসীম। শিক্ষক আপনার সন্তানদের যেমন স্কুলে খেয়াল রেখে তাদের পাঠদান করে।তেমনি অভিভাবক ও তাদের সন্তান বাড়িতে ঠিকমত পড়াশুনা করছে কি না তা তদারকি করে।এতে বুঝা যায় আমাদের ও আপনাদের লক্ষ্য একই।তাই আমি আশা রাখি আগামীতে আপনারা আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মানে আরো যত্নবান হবেন।একই সাথে আমরা শিক্ষকরা আমাদের সবটুকু প্রচেষ্টা অব্যাহত রেখে আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য সর্বাত্মকভাবে কাজ করে যাবো। আপনার সন্তান ঠিকমত বিদ্যালয়ে আসে কি না,সে ঠিকমত পড়াশোনা করছে কি না,তার বিদ্যালয়ে পড়াশোনায় মনোযোগ কেমন,খারাপ কোনো আড্ডায় মিশছে কি না এসকল বিষয়ে খোঁজ খবর রাখার কথাও অভিভাবকদের তিনি বলেন। এ ছাড়াও তিনি সপ্তাহে কমপক্ষে একবার শ্রেনি শিক্ষকের সাথে তার সন্তানের খোঁজখবর রাখার জন্য যোগাযোগ করতে বলেন। বক্তব্যের পর অভিভাবক ও শিক্ষকদের মধ্যে মত বিনিময় শুরু হয়।এসময় স্কুলের শিক্ষার মানোন্নয়ন,শিক্ষক ও ছাত্রদের মধ্যে বোঝাপড়া এবং শিক্ষার্থীদের ফলাফল আরো ভালো কিভাবে করানো যায় এসকল বিষয় নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিভাবকদের সাথে খোলামেলা আলোচনা করেন। সমাবেশ শেষে দশম শ্রেণির শিক্ষার্থীর এক অভিভাবক বলেন,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ এর আগে কবে হয়েছে আমার মনে নেই।তবে বর্তমান প্রধান শিক্ষক সফিকুল ইসলাম স্যার শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আজকে যে অভিভাবক সমাবেশের আয়োজন করেছে তাতে আমরা খুবই খুশি ও সন্তুষ্ট ।আমি মনে করি এ ধরনের পদক্ষেপ যদি ভবিষ্যতে অব্যাহত থাকে তাহলে বিদ্যালয়ের পরিবেশ ও ফলাফল আরো সমৃদ্ধ হবে।





মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আরও...