অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৯শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


শেখ কামাল'র ৭৪তম জন্মবার্ষিকীতে আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ রাত ১০:০৪

remove_red_eye

৩০৮

মলয় দে: ভোলায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র  ৭৪তম জন্মদিন নানা আয়োজনে পালন করা হয়েছে।শনিবার ৫ই আগস্ট সকাল সাড়ে ১১ টায়  বাংলা স্কুল মোড়ে দলীয় কার্যালয়ে  মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
 
ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মমিন টুলু'র সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইউনুস,  যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন, জেলা সেচ্ছাসেবকলীগ সভাপতি আবু ছায়েম প্রমুখ।
 
সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু শহীদ ক্যাপ্টেন শেখ কামাল'র অতীতের উজ্জ্বল কর্মময় জীবন সকলের সামনে উপস্থাপন করে বলেন,আজ ৫ই আগস্ট বঙ্গবন্ধুর সুযোগ্য পুত্র শেখ কামালের আজ ৭৪তম জন্মদিন।শেখ কামাল বহু গুণে গুণান্বিত এক অসামান্য একটি ব্যক্তিত্ব। তিনি খেলাধুলা,সঙ্গীত,অভিনয়,বক্তৃতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে তার অবাধ বিচরণ ছিলো।তিনি শিক্ষা জীবনে যেমন সফল।তার পাশাপাশি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করে দেশের স্বাধীনতা অর্জনে তিনি অগ্রনী ভূমিকা রাখেন। আমরা আজকের এই দিনে তাকে স্মরণ করি এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি ।
 
তিনি আরো বলেন,আগস্ট মাস এলেই বাংলাদেশ আওয়ামী লীগের মনে রক্তক্ষরণ হয়।আগস্ট আমাদের কষ্ট ও বেদনার মাস।এই মাসেই ১৫ ই আগস্ট আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে আমরা হারিয়েছি।আজকের এই সভায় তাদের সকলের  আত্মার মাগফেরাত কামনা করছি। 
 
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লিয়াকত হোসেন মনসুর,উপ-দপ্তর সম্পাদক  গৌরঙ্গ চন্দ্র দে,শ্রম সম্পাদক শাহে আলম,জেলা তাঁতী লীগের সভাপতি এনামুল হক ফরমান, কৃষক লীগের সভাপতি মোঃ মামুনুর রশিদ,সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন,সহ-সভাপতি মোঃ হাসান লিটন,যুগ্ম সম্পাদক 
মোঃ আবিদুল আলম,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল,সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান গোলদার।
এছাড়াও  ভোলা সদর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ভোলা কোর্ট জামে মসজিদ’র পেশ ইমাম ও খতিব মাওলানা মো: মাসুদ উল্লাহ আমিনী মিলাদ মাহফিল ও  দোয়া মোনাজাত পরিচালনা করেন। পরে সাধারণ মানুষ ও উপস্থিত নেতা কর্মীদের  মাঝে তবারক বিতরণ করা হয়।

 





মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হচ্ছে আজ, সংগ্রহ করেছেন ২৭৮০ জন

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

মনপুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই জন গ্রেপ্তার

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলা-১ আসনে বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের মনোনয়নপত্র দাখিল

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলার বোরহানউদ্দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ট্রাকচাপায় প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলায়  যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

ভোলায় যৌথ অভিযানে ১টি বিদেশী পিস্তল ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র ২ রাউন্ড কার্তুজসহ আটক-১

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমোহনে বিএনপির বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভোলায় নাজিম উদ্দিন আলম কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

লালমোহনে সফল বরই চাষি

লালমোহনে সফল বরই চাষি

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আরও...