অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২৭শে জানুয়ারী ২০২৬ | ১৩ই মাঘ ১৪৩২


ঈদের পর প্রথম কার্যদিবসে দুই বাজারে দুই চিত্র


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

২৪১

ঈদুল আজহার আগে শেয়ারবাজার টানা চার কার্যদিবস ঊর্ধ্বমুখীতার মাধ্যমে পার করলেও ঈদের পর প্রথম কার্যদিবসে রোববার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবকটি মূল্যসূচক কমেছে। তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকই বেড়েছে।
মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণ। সেই সঙ্গে দাম বাড়ার তুলনায় দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান রয়েছে। অপর শেয়ারবাজার সিএসইতেও লেনদেন কমেছে। তবে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি প্রতিষ্ঠান।
গত ২৯ জুন পালিত হয়েছে মুসলমান ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এই ঈদ উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন নির্ধারিত হয় সরকারি ছুটি। এর সঙ্গে নির্বাহী আদেশে ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে সরকার।
এতে ঈদ উপলক্ষে সরকারি ছুটি মেলে চারদিন। সরকারি ছুটি শেষে ১ জুলাই পড়ে শনিবার। ফলে আরও একদিন ছুটি বেড়ে যায়। এর মাধ্যমে সরকারি অফিসের পাশাপাশি টানা পাঁচ দিন বন্ধ থাকে শেয়ারবাজার।
ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবস রোববার শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেন শুরু হতেই ডিএসই’র প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই ঊর্ধ্বমুখী প্রবণতা বেশি সময় স্থায়ী হয়নি।
লেনদেনের আধাঘণ্টার মাথায় সূচক ঋণাত্মক হয়ে পড়ে। তবে লেনদেনের শেষদিকে দাম কমার তালিকা থেকে বেশ কয়েকটি প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় নাম লেখায়। এরপরও সবকটি সূচক কমে দিনের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে। বিপরীতে ১১৬টির দাম কমেছে। আর ১৬৯টির দাম অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসই-এক্স দশমিক ৭৯ পয়েন্ট কমে ৬ হাজার ৩৪৩ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় দশমিক ৭০ পয়েন্ট কমে ১ হাজার ৩৭৬ পয়েন্টে দাঁডি়য়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক ৮৮ পয়েন্ট কমে ২ হাজার ১৯১ পয়েন্টে অবস্থান করছে।
সবকটি মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। বাজারটিতে দিনভর লেনদেন হয়েছে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৭৭০ কোটি ৪৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৫৪ কোটি ৬৬ লাখ টাকা।
টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফুয়াং সিরামিকের শেয়ার। কোম্পানিটির ১৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগের ১৭ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে। ১৬ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- রূপালী লাইফ ইনস্যুরেন্স, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, অ্যাডভান্স ফার্মাসিউটিক্যালস, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেএমআই হসপিটাল এবং ডমিনেজ স্টিল বিল্ডিং।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩২ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেওয়া ১৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৪৮টির এবং ৬৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৩৪ কোটি ৪০ লাখ টাকা।

সুত্র জাগো





ভোলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ২০

ভোলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ২০

লালমোহনে বাস চাপায় মা-ছেলেসহ নিহত-৩

লালমোহনে বাস চাপায় মা-ছেলেসহ নিহত-৩

বোরহানউদ্দিনে নির্বাচনী সংঘাত বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

বোরহানউদ্দিনে নির্বাচনী সংঘাত বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

প্রফেসর ইউনুসের সরকারের সময় দেশে সুবিচার কায়েম শুরু হয়েছে : হাফিজ উদ্দিন আহমেদ

প্রফেসর ইউনুসের সরকারের সময় দেশে সুবিচার কায়েম শুরু হয়েছে : হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহনে পৌর করমেলার উদ্বোধন করলেন ইউএনও

লালমোহনে পৌর করমেলার উদ্বোধন করলেন ইউএনও

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব ও নিরপেক্ষ ভূমিকার নির্দেশনা প্রধান উপদেষ্টার

ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান

ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে নেবেন: তারেক রহমান

স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণে ভূমিকা রাখবে নীলফামারীর হাসপাতাল :  প্রধান উপদেষ্টা

স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণে ভূমিকা রাখবে নীলফামারীর হাসপাতাল : প্রধান উপদেষ্টা

ইসির ওপর কোনো চাপ নেই, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হচ্ছে : রহমানেল মাছউদ

ইসির ওপর কোনো চাপ নেই, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা হচ্ছে : রহমানেল মাছউদ

এবার ভোট দেখবেন সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক

এবার ভোট দেখবেন সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক

আরও...