অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৬শে জানুয়ারী ২০২৬ | ১৩ই মাঘ ১৪৩২


ভোলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত, আহত ২০


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:২৪

remove_red_eye

১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-চরফ্যাসন সড়কের লালমোহন গজারিয়া এবং বোরহানউদ্দিনের উদয়পুর রাস্তার মাথায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনই  ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরো অন্তত ২০ জন আহত হয়েছে। সংশ্লিষ্ট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে।

ভোলার লালমোহনে যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা চাপা ঘটনাস্থলেই চালকসহ তিনজন মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন। নিহতদের লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সোমবার  দুপুর  আড়াই টায় লালমোহনের গজারিয়া বাজারের ডা. আজাহার উদ্দিন কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি। তবে তাদের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, সোমবার দুপুরে ভোলা বাস টামিনাল থেকে বাসটি চরফ্যাসনের উদ্দেশ্যে ছেড়ে আসে। দুপুর আড়াই টায় লালমোহনের গাজারিয়া বাজারের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তায় থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালকসহ ৩ জন মারা যায়। এসময় দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে।

লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, তারা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করেছেন। তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায় নি। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

অপরদিকে ভোলা–চরফ্যাশন মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে সোহাগ নামে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। নিহত সোহাগ বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাওটারি বাড়ির সেলিমের ছেলে। মোটর সাইকেলে থাকা আরো একজন গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।





আরও...