অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ২৬শে জানুয়ারী ২০২৬ | ১৩ই মাঘ ১৪৩২


বোরহানউদ্দিনে নির্বাচনী সংঘাত বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৮

remove_red_eye

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-২ আসনের বোরহানউদ্দিন উপজেলায়  বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের  অন্তত ২৫ জন আহত আহত হয়েছেন বলে দাবি করা হয়। রবিবার রাতে বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ও নৌ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
এদিকে সংঘাতের জন্য পরস্পরকে দায়ি করে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি অভিযোগ করেছে। 
রবিবার রাত ১০ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে  বিএনপির নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান, পক্ষিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও স্থানীয় কুলসুম রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. হারুনের নেতৃত্বে জামায়াত নেতা-কর্মীরা মিছিল সহকারে বোরহানগঞ্জ বিএনপি অফিসে হামলা চালায়। এসময় অফিসে থাকা কয়েকজনকে মারধর করেছে বলেও বিএনপি থকেক অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পরপর বোরহানউদ্দিন পৌর জামায়াতের সেক্রেটারী মাকসুদুর রহমানের নেতৃত্বে একটি জঙ্গি মিছিল বোরহানগঞ্জ বাজারে এসে  ব্যবসায়ীদের মারধর করে এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে। ওই হামলায় বিএনপির ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়। 
এসময় বিএনপি নেতা আকবর হোসেন এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেছেন। 
 
অপরদিকে ওইদিন রাত ১১ টায় বোরহানউদ্দিন  উপজেলা জামায়াত কার্যালয়ে উপজেলা জামায়াত আমির মো. মাকসুদুর রহমান বিএনপির এসব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের  বলেন ‘ জামায়াত হামলা করেনি বরং জামায়াত নেতাকর্মীদের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুফতি ফজলুল করিমের পক্ষে শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। এতে জামায়াতের অন্তত জন কর্মী  আহত হয়।’ জামায়াত নেতাও এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। 
 
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। কেউ থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।